৪ বছর পর ফের সন্তোষে বাংলার কোচ হলেন রঞ্জন চৌধুরি

0

◆বাংলার নয়া কোচ রঞ্জন চৌধুরি◆

ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : প্রত‍্যাশা মতোই রঞ্জন চৌধুরিকে সন্তোষ ট্রফির জন‍্য বাংলা দলের কোচ হিসেবে বেছে নিল আইএফএ। সোমবার কোচেস কমিটির সভায় রঞ্জন চৌধুরিকেই কোচ হিসেবে বেছে নেওয়া হল।

চার বছর পর ফের বাংলা দলের কোচের দায়িত্ব পেলেন রঞ্জন। ২০১৮ সালে সন্তোষে বাংলাকে ফাইনালে তুলেছিলন রঞ্জন। সেই বছর ফাইনালে টাইব্রেকারে কেরলের কাছে হেরে গিয়েছিল বাংলা। এদিন সভার শেষে কোচেস কমিটির চেয়ারম্যান মনোরঞ্জন ভট্টাচার্য জানান,”অনেক কোচের নাম উঠেছিল। কিন্তু গত কয়েক বছর ধরে কোচ হিসেবে ভাল কাজ করছে রঞ্জন। স্বাভাবিক ভাবেই কোচেস কমিটির সকল সদস‍্যই রঞ্জন চৌধুরিকেই বেছে নিয়েছেন। সন্তোষের দল নির্বাচনের ক্ষেত্রে কোচকেই পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে।”

প্রসঙ্গত, এই বছর সন্তোষ ট্রফি কোচ হওয়ার জন‍্য আগ্রহী কোচেদের কাছে আবেদন পত্র জমা দেওয়ার ঘোষণা করেছিল আইএফএ। সূত্রের খবর, সন্তোষে বাংলা দলের কোচ হতে চেয়ে ১০ জন কোচ আবেদন করেছিলেন। তাঁদের মধ‍্যে উল্লেখযোগ্য নাম হল, সঞ্জয় সেন ও জহর দাস। কিন্তু এই দুই বর্ষীয়ান কোচ যতটা গড়ের মাঠের বর্তমান ফুটবলারদের চর্চা করেন তাঁর থেকে বেশি চর্চায় আছেন রঞ্জন চৌধুরি। তাছাড়া গত দুই বছর ধরে প্রিমিয়ারের ভবানীপুর দল নিয়ে খুব ভাল কাজ করে আসছেন কোচ রঞ্জন। সেই দিক দিয়ে এবারের সন্তোষ ট্রফিতে বাংলা দলের কোচ হিসেবে রঞ্জন অটোমেটিক চয়েস। সঠিক সিদ্ধান্ত নিয়েছেন আইএফএ-এর কোচেস কমিটি।

বাংলা দলের কোচ হওয়ার পর রঞ্জন চৌধুরি বলেন,”আমাকে বাংলা দলের কোচ নির্বাচন করায় আইএফএ-এর কোচেস কমিটিকে ধন‍্যবাদ জানাই। দায়িত্ব বেড়ে গেল। খুব শীঘ্রই দল গঠনের কাজ শুরু করে দেব। আমাদের কোয়ালিফাইংয়ের ম‍্যাচ খেলতে হবে পঞ্জাবে। আমাদের সেই ভাবেই প্রস্তুতি নিতে হবে।”

গত বছর সন্তোষ ট্রফিতে বাংলা দলের কোচ নিয়োগ নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। এই বিতর্কে জড়িয়ে গিয়েছিলেন বিশ্বজিৎ ভট্টাচার্য ও রঞ্জন ভট্টাচার্য। এবার সন্তোষের কোচ হওয়ার জন‍্য আইএফএ-এর কাছে কোনও আবেদনই করেননি বিশ্বজিৎ ভট্টাচার্য ও রঞ্জন ভট্টাচার্য।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here