◆সন্দীপ দে◆
বড় ধাক্কা আই লিগে। করোনার হানায় স্থগিত হতে চলেছে আই লিগ। এখনও পর্যন্ত যা খবর পাওয়া যাচ্ছে,তাতে কিছু দিনের জন্য আই লিগ স্থগিত রাখার সিদ্ধান্ত নিতে চলেছে এআইএফএফ।
গতকাল রাতেই আই লিগে অংশ নেওয়া চারটি দলের মোট ৮ ফুটবলারের করোনা পজিটিভ হয়েছে। রিয়েল কাশ্মীরের ৫ ফুটবলার ও শ্রীনিধি,মহমেডান,আইজলের এক জন করে ফুটবলারের করোনা পজিটিভ। এছাড়াও রিয়েল কাশ্মীরের তিন কর্তার করোনা ধরা পড়েছে। এআইএফএফ-এর একটি সূত্র থেকে জানা গিয়েছে, আজ,বুধবার বিকেলে এই বিষয়ে জরুরি বৈঠকে বসবেন আই লিগ কমিটির কর্তারা। প্রাথমিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে,কিছু দিনের জন্য আই লিগের সব ম্যাচ বন্ধ রাখা হবে। তবে আই লিগ হবেই,বাতিল হচ্ছে না। আইলিগ কমিটির এক কর্তা জানান,তাঁরা আশঙ্কা করছেন, আরও বেশ কিছু ফুটবলারের করোনা হয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে আজকের আই লিগ কমিটির বৈঠকেই।