ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : বিশ্বকাপের মাসেই শুরু হতে যাচ্ছে ফুটবল কার্নিভাল। পুরুষ ও মহিলা দের নিয়ে মোট ৪৮ দল নিয়ে চারটি জেলার (কলকাতা,হাওড়া,হুগলি ও দক্ষিণ ২৪ পরগনা) পাড়ায় পাড়ায় এই ফুটবল কার্নিভাল হবে। প্রতিটি জেলা থেকে পুরষদের আটটি করে মোট ৩২ টি এবং মহিলাদের চারটি করে মোট ১৬ টি দল এই ফুটবল কার্নিভালে অংশ নেবে। কলকাতা লিগ খেলা দল থেকে জেলার দলও এই টুর্নামেন্টে অংশ নেবে। ১৭ নভেম্বর শুরু হয়ে শেষ হবে ১৭ ডিসেম্বর। এই টুর্নামেন্টের উদ্যোক্তা একটি মিডিয়া সংস্থা।
![](https://insidesports.in/wp-content/uploads/2022/10/IMG_20221018_182850.jpg)
এই টুর্নামেন্টের ব্র্যান্ড অ্যাম্বাসডার করা হয়েছে ভারতের প্রাক্তন ফুটবলার দেবজিৎ ঘোষকে। মঙ্গলবার বিকেলে কলকাতা প্রেস ক্লাবে এই টুর্নামেন্টের আনুষ্ঠানিক ঘোষণা করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবজিৎ ঘোষ। তিনি উদ্যোক্তাদের উদ্দেশে বলেন, ‘এই ধরনের টুর্নামেন্ট বাংলার ফুটবলের পক্ষে ভাল উদ্যোগ। তবে এই ধরনের টুর্নামেন্টে যাতে বিদেশি ও কলকাতা প্রিমিয়ার ডিভিশনের ‘এ’ ও ‘বি’ গ্রুপের ফুটবলারদের যেন বার রাখা হয়। কারণ যারা সেই ভাবে সুযোগ পাইনা তাদের সুযোগ দেওয়া উচিত। আর বিদেশিদের বন্ধ করে বাঙালি ছেলেরা খেলুক।” এদিন ছিলেন প্রাক্তন ফুটবলার হাবিবুর রহমান।
এই টুর্নামেন্টের থিম সং গেয়েছেন অনীক ধর। এদিন তিনিও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষ মুহূর্তে উপস্থিত হন আইএফএ সচিব অনির্বান দত্ত।