◆অনূর্ধ্ব-১২ ফুটবলারদের সঙ্গে ভারতের দুই প্রাক্তন ফুটবলার অমিত ভদ্র ও প্রশান্ত চক্রবর্তী। রবিবার সোনারপুরের বৈকুন্ঠ তরুণ সংঘের মাঠে◆
ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : অবশেষে শুরু হল কলকাতা ফুটবলের নার্সারি লিগ। ২০১৯ সালে যখন জয়দীপ মুখার্জি সচিব হলেন, তখন নার্সারি লিগ শুরু হয়েও শেষ করা যায়নি। কোভিডের কারণে। আবার গত বছর জয়দীপ এমন সময় সচিব পদ থেকে পদত্যাগ করেছিলেন তখন নতুন সচিব অনির্বান দত্ত কম সময়ে কলকাতা লিগ করলেও নার্সারি লিগ করা সম্ভব ছিল না। তখনই তিনি জানিয়েছিলেন, ২০২৩ থেকে ফের শুরু করবেন নার্সারি লিগ। সেই প্রতিক্ষার অবসান। ৩ বছর পর ফের শুরু হল নার্সারি লিগ।
নার্সারি ‘বি’ গ্রুপের খেলা দিয়ে শুরু হল নার্সারি ফুটবল লিগ। এই নার্সারির দুটি ডিভিশন আছে। ‘এ’ ও ‘বি’ গ্রুপ। ‘এ’ গ্রুপ হল অনূর্ধ্ব -১৪ এবং ‘বি’ গ্রুপে অনূর্ধ্ব-১২ বছর বয়সের ছেলেরা লিগে অংশ নেবে। রবিবার গ্রুপ ‘বি’ -এর ৫ টি ম্যাচ দিয়ে নার্সারি লিগ শুরু হল। প্রথম ম্যাচেই বড় ব্যবধানে জিতল জোরহাট এসি। দাসনগর এডিএফসিসিকে ৬-১ গোলে হারাল। জোরহাটের দেবায়ন রায় হ্যাটট্রিক সহ পাঁচটি গোল করেছে। একটি গোল করেছে আদ্রিয়ান দেবনাথ। দাসনগরের একমাত্র গোলদাতা সৌম্যদীপ কোলে।
সোনারপুরের বৈকুন্ঠ তরুণ সংঘের মাঠে সোনারপুর YMSA ৪-০ গোলে হারাল সেন্ট্রাল ক্যালকাটা DSAকে। আকাশ প্রামানিক তিনটি এবং সমরেশ মুর্মু একটি গোল করে। এই ম্যাচে উপস্থিত ছিলেন ভারতের প্রাক্তন ফুটবলার অমিত ভদ্র, প্রতাপ ঘোষ। তাঁরা জেলার ফুটবল নিয়ে কাজ করছেন। অমিত ভদ্র বলেন,”বিগিনার্স লেভেল থেকে লিগটা খুব জরুরি। অবশেষে যে নার্সারি লিগ শুরু করা গেল এর জন্য আইএফএকে ধন্যবাদ জানাই। আশাকরি সুষ্ঠুভাবে লিগ শেষ হবে।”
অপর ম্যাচে ভেটারেন্স স্পোর্টস ক্লাব ৩-১ গোলে হারায় ফ্রেন্ডস অফ দ্য স্টেডিয়ামকে। ভেটারেন্সের হয়ে রিয়াজ সর্দার দুটি ও সপ্তক মান্না একটি গোল করে। ফেন্ডসের একমাত্র গোলদাতা সন্দীপ মাঝি। একই দিনে মাকড়দহে ব্যাঁটরা ডিসিপ্লিন এফসি ২-১ গোলে হারায় স্বামীজি সংঘকে। ব্যাঁটরার সুপর্ণ মন্ডল দুটি এবং হাওড়ার স্বামীজির আকাশ হাজরা একটি গোল করে। সেন্ট্রাল ক্যালকাটা ভেটারেন্স ৪-০ গোলে হারাল ইশানীকে। তন্ময় বিশ্বাস দুটি ও দেবরাজ মন্ডল, বৈদুর্য মুখার্জি একটি করে গোল করে।