◆ফুটবলারদের সঙ্গে পরিচয়পর্বে মালদা জেলা ক্রীড়া সংস্থার সচিব কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী ও WBDSF এর সচিব দেবব্রত সাহা। বৃহস্পতিবার মালদা স্টেডিয়ামে◆
ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : ৩ বছর পর অনূর্ধ্ব-১৫ ফুটবল টুর্নামেন্ট শুরু করল WBDSF (ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট স্পোর্টস ফেডারেশন)। গত বছর নদীয়ায় আইএফএ-এর সঙ্গে গাঁটছড়া বেঁধে জেলার সিনিয়র ফুটবল টুর্নামেন্ট করলেও ২০১৯ এর পর বন্ধ ছিল WBDSF এর বয়স ভিত্তিক ফুটবল টুর্নামেন্ট। চলতি মাসের ৯ তারিখ ফের অনূর্ধ্ব-১৫ ফুটবল টুর্নামেন্ট শুরু করে দিল WBDSF সংস্থা।
দার্জিলিং জেলার সমস্যা থাকায় এই টুর্নামেন্টে অংশ গ্রহণ করতে পারেনি। বাকি ২১ টি জেলা দল স্বতঃস্ফূর্তভাবে টুর্নামেন্টে অংশ নিয়েছে। এবার চারটি জেলায় (পশ্চিম মেদিনীপুর,চন্দননগর,জলপাইগুড়ি এবং মালদা) এই টুর্নামেন্টের ম্যাচ গুলি হবে। ফাইনাল হবে আগামী ২০ অগাষ্ট,মালদা শহরে।
এই টুর্নামেন্ট নিয়ে WBDSF সচিব দেবব্রত সাহা বলছিলেন,”কোভিড এবং আরও কিছু সমস্যা থাকায় আমরা বয়স ভিত্তিক টুর্নামেন্ট আয়োজন করতে পারিনি। এই বছর অবশেষে শুরু করতে পারলাম।” এই সংস্থার কার্যকরী সভাপতি এবং আইএফএ-এর সহসভাপতি বিশ্বজিৎ ভাদুড়ি বলছিলেন,”দার্জিলিং জেলার একটু সমস্যা থাকায় এই বছর ওরা টুর্নামেন্টে অংশ নিতে পারেনি। আমরা গত বছর আইএফএকে সঙ্গে নিয়ে সিনিয়র টুর্নামেন্ট করতে পেরেছি। আশাকরছি আমাদের যাবতীয় পরিকল্পনা ভবিষ্যতে বাস্তবায়িত করতে পারব।”
গতকাল,বৃহস্পতিবার মালদা স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল দক্ষিণ ও উত্তর দিনাজপুর জেলা দল। ম্যাচের নির্ধারিত সময়ে ফলাফল ১-১ থাকায় টাইব্রেকারে জয়লাভ করে দক্ষিণ দিনাজপুর জেলা দল। তিনটি পেনাল্টি শট বাঁচিয়ে ম্যাচের সেরা নির্বাচিত হয়েছে দক্ষিণ দিনাজপুরের সীমন্ত টুডু। এদিন ম্যাচে উপস্থিত ছিলেন মালদা জেলা ক্রীড়া সংস্থার সচিব ও মালদা পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী,WBDSF সচিব দেবব্রত সাহা প্রমূখ।