৩ গোলে জিতল সুরুচি সংঘ,মঙ্গলবার সব ম‍্যাচ স্থগিত

0

◆নতুন স্পনসরের নতুন জার্সিতে বাংলার রেফারিরা◆

ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : আগামী ৯ অগাষ্ট, মঙ্গলবার লিগের সব ম‍্যাচ স্থগিত রাখা হয়েছে। ওই দিন মহরম থাকায় সব ম‍্যাচ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে আইএফএ।

রবিবার কলকাতা লিগের দ্বিতীয়,চতুর্থ ও পঞ্চম ডিভিশনের ‘বি’ গ্রুপ নিয়ে মোট ৯ টি ম‍্যাচ ছিল। এদিন দ্বিতীয় ডিভিশনের খেলায় রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে বড় ব‍্যবধানে জিতল নিঊ আলিপুর সুরুচি সংঘ। তারা ৩-০ গোলে হারাল জানবাজার অ‍্যাথলেটিক ক্লাবকে। সুরুচির হয়ে গোল করেছেন অভিষেক মান্ডি, সুবি ও আর শরৎচন্দ্র। তালতলা মাঠে ইয়ং বেঙ্গলকে ১-০ গোলে হারাল তালতলা ইনস্টিটিউট। গোলদাতা ইব্রাহিম ঘরামি। আড়িয়াদহ মাঠে রাজস্থান ও টাউন ক্লাবের ম‍্যাচ ১-১ ড্র হয়েছে। রাজস্থানের গোলদাতা প্রীতম মন্ডল ও টাউনেয হয়ে গোল করেছেন অভিজিৎ কর্মকার। অন‍্যদিকে হাইকোর্ট মাঠে মুসলিম ইনস্টিটিউট ও উত্তরপল্লি মিলন সংঘ ১-১ গোলে ড্র করেছে। মুসলিমের এস হালদার ও উত্তরপল্লির সৌভিক হাজরা গোল করেছেন।

এদিন চতুর্থ ডিভিশনের খেলায় বিজি প্রেসের মাঠে শেখ শাহরুখের গোলে কসবা সেন্ট্রাল ক্লাব ১-০ গোলে হারাল স্পোর্টিং ইউনিয়নকে। পুলিশ মাঠে বেহাল এএসএ ২-১ গোলে হারাল সিঁথি রাসবিহারী এবিএমকে। বেহালার সাকিল শেখ ও এস আলম গোল করেছেন। সিঁথির গোলদাতা রাজ। কাস্টমস মাঠে উত্তরপাড়া স্পোর্টিং ও বেলেঘাটা এসি ম‍্যাচ গোল শূন‍্যভাবে শেষ হয়েছে।

একই দিনে পঞ্চম ডিভিশনের ‘বি’ গ্রুপের ম‍্যাচে রাজস্থান মাঠে বেলেঘাটা বালক সংঘ ১-০ গোলে হারাল গার্ডেনরিচ এমএসকে। জয়সূচক গোলটি করেন রোহন সর্দার। টাউন মাঠে বাগমারি ক্লাব ও বুদ্ধিস্ট ক্লাবের ম‍্যাচ গোলশূন‍্য ভাবে শেষ হয়েছে।
এদিকে, রেফারিরা নতুন স্পনসরের লোগো লাগানো জার্সি গায়ে ম‍্যাচ পরিচালনা করলেন এক ঝাঁক রেফারি। প্রসঙ্গত উল্লেখ্য,ট্র‍্যাক অনলি দুই বছরের জন‍্য রেফারিদের কিট স্পনসর হিসেবে সিআরএ-এর সঙ্গে চুক্তি করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here