ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : জাঁকজমক ভাবেই বুধবার শুরু হয়ে গেল ইস্ট জোন ইন্টার ইউনিভার্সিটি কবাডি টুর্নামেন্ট। বুধবার কলকাতা ময়দানে রাজ্য কবাডি সংস্থার মাঠেই আনুষ্ঠানিক ভাবে মহিলাদের এই কবাডি টুর্নামেন্ট শুর হল।

এদিন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল পশ্চিমবঙ্গের রাজ্যপাল ডঃ সি ভি আনন্দ বোসের। কিন্তু হঠাৎ দিল্লি চলে যাওয়ার কারণে ইউনিভার্সিটির কবাডি টুর্নামেন্টে উপস্থিত থাকতে পারলেন না রাজ্যপাল। তবে ক্যালকাটা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর শান্তা দত্ত (দে), প্রাক্তন কবাডি খেলোয়াড় ‘অর্জুন’ পুরস্কারপ্রাপ্ত বিশ্বজিৎ পালিত ও অ্যামেচার কবাডি ফেডারেশন অফ ইন্ডিয়া (ওয়েস্ট বেঙ্গল) -এর সচিব পার্থ সারথী গাঙ্গুলি টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এই টুর্নামেন্টে ইস্ট জোনের মোট ৭টি রাজ্যের ৩০ টি ইউনিভার্সিটির মহিলা কবাডি দল অংশ নিচ্ছে। নক আউট ফর্ম্যাটে খেলার পর শীর্ষে থাকা প্রথম চারটি দলকে নিয়ে লিগ হবে। টুর্নামেন্ট চলবে আগামী ১৩ জানুয়ারি পযর্ন্ত।