২ বছর পর ফের বাংলায় শুরু হচ্ছে রাজ‍্য অ‍্যাথলেটিক্স

0

ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন,২ মে : কোভিড প্রতিকূলতা কাটিয়ে প্রায় দুই বছর পর ফের শুরু হতে যাচ্ছে ৭০তম রাজ‍্য সিনিয়র অ‍্যাথলেটিক্স চ‍্যাম্পিয়নশিপ। আগামী ৫ মে সল্টলেক যুবভারতী ক্রীড়াঙ্গন ও সাই কমপ্লেক্সে রাজ‍্য সিনিয়র অ‍্যাথলেটিক্স চ‍্যাম্পিয়নশিপ শুরু হবে। শেষ হবে আগামী রবিবার(৮ মে)। আজ, কলকাতা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবে সাংবাদিক সম্মেলন করে জানালেন ওয়েষ্ট বেঙ্গল আ‍্যাথলেটিক্স অ‍্যাসোসিয়েশনের সচিব কমল মৈত্র।
প্রসঙ্গত, কলকাতায় প্রতিযোগিতা শেষ হওয়ার পর চলতি মাসের ২৭-২৯ তারিখ কোচবিহার স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বয়সভিত্তিক অ‍্যাথলেটিক্স চ‍্যাম্পিয়নশিপ। অনূর্ধ্ব – ১৬ ও অনূর্ধ্ব-১৮ ছেলে-মেয়েরা এই চ‍্যাম্পিয়নশিপে অংশ নেবে।

এদিকে বাংলার বিভিন্ন জেলার প্রতিভাবান অ‍্যাথলিটদের তুলে আনার লক্ষ‍্যে ৩০ এপ্রিল থেকে ১ মে অনূর্ধ্ব-১৪ ছেলে-মেয়েদের নিয়ে চন্দননগরে প্রতিযোগিতা হয়ে গেল।
বাংলার অ‍্যাথলেটিক্সকে সুষ্ঠুভাবে ফিরিয়ে আনতে বদ্ধপরিকর অ‍্যাসোসিয়েশনের কর্তারা। রাজ‍্য অ‍্যাথলেটিক্সের সচিব কমল মৈত্র জানান,”করোনার কারণে গত দুই বছর আমরা কিছুই করতে পারিনি। গ্রামের বহু অ‍্যাথলিট আছে যাদের এই দুই বছরে মারাত্মক ক্ষতি হয়ে গেছে। আমরা গত মার্চ মাসে অ‍্যাথলেটিক্সের টেকনিক্যাল বিষয় নিয়ে একটা সেমিনার করতে পেরেছি। অনেক সমস‍্যা আছে। তাই এই বছর চ‍্যাম্পিয়নশিপের আগে আমরা খেলোয়াড়দের ডোপ টেস্ট করতে পারছি না। পরের বার থেকে সব কিছুই হবে। আমাদের একটাই লক্ষ‍্য প্রতিভাবান অ‍্যাথলিট তুলে আনা।”
প্রসঙ্গত উল্লেখ্য, এবারের সিনিয়র চ‍্যাম্পিয়নশিপে মোহনবাগান,ইস্টবেঙ্গল,মহমেডান সহ একাধিক ক্লাব স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here