ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : এবার ‘মোহনবাগান রত্ন’ সম্মান পাচ্ছেন প্রাক্তন ফুটবলার শ্যাম থাপা। আগামী ২৯ জুলাই ‘মোহনবাগান দিবস’ – এর অনুষ্ঠানে শ্যাম থাপার হাতে ‘মোহনবাগান রত্ন’ তুলে দেবেন মোহনবাগান ক্লাবের কর্তারা। বৃহস্পতিবার বিকেলে সরকারি ভাবে জানিয়েছেন মোহনবাগান ক্লাব সচিব দেবাশিস দত্ত।
শ্যাম থাপা ইস্টবেঙ্গল থেকে ১৯৭৭ সালে মোহনবাগানে সই করেন। তারপর টানা সাত বছর সবুজ-মেরুন ক্লাবে খেলেছেন। ১৯৮২ সালে সবুজ-মেরুনের অধিনায়ক ছিলেন। তাঁর ব্যাকভলি আজও ময়দানে চর্চা হয়। পেলের কসমসের বিরুদ্ধে মোহনবাগানের হয়ে গোলও করেছিলেন শ্যাম থাপা। ‘মোহনবাগান রত্ন’ তাঁকেই এবার দেওয়া হচ্ছে – এই খবর শোনার পর শ্যাম থাপার প্রতিক্রিয়া হল, “আমি সম্মানিত। আমার স্বীকার করতে দ্বিধা নেই, ‘মোহনবাগান রত্ন’ পাওয়ার জন্য আমি অপেক্ষা করেছিলাম। আমি খুব খুশি হয়েছি।”
প্রসঙ্গত উল্লেখ্য, ২০০১ সাল থেকে ‘মোহনবাগান দিবস’ পালন করা হয়। ওই দিনই আনুষ্ঠানিক ভাবে ‘মোহনবাগান রত্ন’ দেওয়া হয়। ১৯১১ সালের ২৯ জুলাই শিল্ডের ফাইনালে ব্রিটিশ দল ইস্ট ইয়র্কশায়ারকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল মোহনবাগান। প্রসঙ্গত,সেই বছর মোহনবাগান প্রথম ভারতীয় ক্লাব হিসেবে আইএফএ শিল্ড জিতেছিল। এই দিনটার কথা স্মরণ করেই মোহনবাগান দিবস অনুষ্ঠান করা হয়।
করোনার কারণে গত দুই বছর অনুষ্ঠান করে ‘মোহনবাগান দিবস’ অনুষ্ঠান করা যায়নি। এবার এই অনুষ্ঠানে একাধিক ব্যক্তিত্বকে পুরস্কৃত করতে চলেছেন মোহনবাগান কর্তারা। প্রয়াত সুভাষ ভৌমিকের নামে সেরা ফরোয়ার্ডের পুরস্কার দেওয়া হচ্ছে। এবারের সেরা ফরোয়ার্ডের পুরস্কার পাচ্ছেন কিয়ান নাসিরি।
বছরের সেরা ক্রিকেটার হিসেবে ‘অরুণ লাল’নামাঙ্কিত পুরস্কৃত হবেন পিনাল দত্ত। সেরা অ্যাথলিটের পুরস্কার পাচ্ছেন বাপী সেন। পিণাল দত্ত এই পুরস্কার পাচ্ছেন।
বছরের সেরা কর্তা হিসেবে ‘অঞ্জন মিত্র’ পুরস্কারে সম্মানিত হচ্ছেন গোকুলাম কেরলের ভিসি প্রবীণ। গোকুলাম কেরল টানা দু’ বার আই লিগ জেতার নজির গড়েছে।
বছরের সেরা ফুটবলার লিস্টন কোলাসোকে দেওয়া হচ্ছে ‘শিবাদাস ভাদুড়ি’ পুরস্কার। জীবনকৃতি সম্মান পাচ্ছেন সবুজ-মেরুনের প্রাক্তন গোলকিপার বলাই দে।
এবার থেকে ক্রীড়া সাংবাদিককেও পুরস্কৃত করা হচ্ছে। সেরা সাংবাদিকের সম্মান দেওয়া হচ্ছে ‘আজকাল’ পত্রিকার সম্পাদক অশোক দাশগুপ্তকে।
অন্যদিকে,গুরুতর অসুস্থ মোহনবাগান সমর্থক অনির্বান নন্দী। তিনি কিডনির সমস্যায় ভুগছেন। ইতিমধ্যে অনির্বানের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন একাধিক মোহনবাগান জনতা। এবার মোহনবাগান ক্লাব অসুস্থ অনির্বানের পাশে দাাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। মোহনবাগান সচিব দেবাশিস দত্ত বলেন,”অনির্বান আমাদের ক্লাবের সদস্য-সমর্থক। ওর একটা কিডনি প্রতিস্থাপন করতে হবে। আমাদের পক্ষ থেকে ইতিমধ্যে বাবুন ব্যানার্জি অনির্বানকে দেখে এসেছেন। আমরা অনির্বানের পাশে আছি।”
জানা যায়, কিডনির বিখ্যাত চিকিৎসক ডা. প্রতীম সেনগুপ্তকে দেখানো হবে মোহনবাগান সমর্থক অনির্বাণকে। তাঁর পরামর্শ মেনেই ক্লাব পদক্ষেপ করবে।