২৭ জুলাই থেকে প্রিমিয়ার লিগ,খেলছে তিন প্রধান

0

ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : কলকাতা লিগের প্রিমিয়ার ডিভিশনের খেলা নিয়ে আপাতত সমস‍্যা মিটল। আগামী ২৭ জুলাই থেকে শুরু হচ্ছে প্রিমিয়ার লিগ। মোহনবাগান,ইস্টবেঙ্গল ও মহমেডান স্পোর্টিংকে রেখেই প্রিমিয়ার লিগ করার সিদ্ধান্ত নিয়ে ফেলল আইএফএ।

তবে ফর্ম‍্যাট বদলে যাচ্ছে এই বছরের জন‍্য। প্রিমিয়ার ডিভিশনের ‘এ’ গ্রুপে ১৪ টি দল আছে। এই ১৪টি দলের মধ‍্যে মোহনবাগান,ইস্টবেঙ্গল ও মহমেডান – এই তিনটি দলকে আলাদা করে উপরে রাখা হচ্ছে। বাকি ১১ টা দল নিজেদের মধ‍্যে খেলবে। পয়েন্টের বিচারে এই ১১ টি দলের মধ‍্যে প্রথম তিনটি দলের সঙ্গে মোহনবাগান,ইস্টবেঙ্গল ও মহমেডান রাউন্ড রবিন লিগ খেলবে। অর্থাৎ সুপার সিক্স। এই সুপার সিক্সে কোনও ফাইনাল ম‍্যাচ হবে না। সুপার সিক্সের ছ’টি দল সবাই সবার সঙ্গে খেলবে। অর্থাৎ এই ছ’টি দলের প্রত‍্যেকে পাঁচটি করে ম‍্যাচ খেলবে। সব ম‍্যাচের শেষে পয়েন্ট তালিকায় যে দল শীর্ষে থাকবে সেই দলই লিগ চ‍্যাম্পিয়ন হবে।

মঙ্গলবার প্রিমিয়ার ডিভিশনের ‘এ’ দলের সকল ক্লাব প্রতিনিধিদের নিয়ে জরুরি বৈঠকে বসেছিলেন আইএফএ সভাপতি অজিত ব‍্যানার্জি ও সচিব অনির্বান দত্ত। যদিও এই বৈঠকে মোহনবাগানের কোনও প্রতিনিধি না এলেও তারা আইএফএকে মেল করে সমস‍্যার কথা জানিয়ে দেয়। ডুরান্ড ও এএফসি ম‍্যাচের জন‍্য লিগে তারা তিন থেকে চারটি ম‍্যাচ খেলতে পারবে বলে মেলে উল্লেখ করে মোহনবাগান। চার ঘন্টার বৈঠক শেষে আইএফএ সচিব অনির্বান দত্ত জানান,” ডুরান্ডের জন‍্য ইস্টবেঙ্গল,মহমেডানের পূর্নাঙ্গ লিগ খেলা সমস‍্যা। মোহনবাগানও ডুরান্ডের সঙ্গে খেলবে এএফসি কাপ। তাদের সমস‍্যার কথা ভেবেই ফর্ম‍্যাট বদল করে লিগ হবে। ফলে তিন প্রধানের খেলতে কোনও সমস‍্যা হওয়ার কথা নয়। তিন প্রধান সুপার সিক্স থেকেই খেলবে।”

তিন প্রধানকে নিয়ে লিগ হচ্ছে সেটা পরিস্কার হলেও লিগে অবনমন থাকবে কিনা সেই বিষয় নিয়ে সিদ্ধান্ত ঝুলেই রইল। দীর্ঘ চার ঘন্টার বৈঠকে অবনমন নিয়ে বৈঠকে মত পার্থক‍্যর সৃষ্টি হয়। বেশ কিছু ছোট ক্লাব দাবি করে, মোহনবাগান,ইস্টবেঙ্গল ও মহমেডানকে যদি অবনমনের আওতায় না রাখা হয় তাহলে বাকি ১১ টা দলকে কেন অবনমনের আওতায় রাখা হবে। এই নিয়ে বৈঠকে যুক্তি, পাল্টা যুক্তি পেশ করেন উপস্থিত ক্লাব কর্তারা। তবে শেষ পযর্ন্ত প্রিমিয়ারে অবনমন থাকবে কি না তা মঙ্গলবারের ম‍্যারাথন বৈঠকেও ঠিক হল না। মডালিটি তৈরি হয়ে গিয়েছে। সরকারি ভাবে সব ক্লাবকেই তা পাঠিয়ে দেওয়া হবে। তারপরেই ২৩ জুলাই ক্লাব কর্তাদের সঙ্গে আর একবার আলোচনা করে অবনমন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেবে আইএফএ।

পরীক্ষায় যদি প-ফেল না থাকে তাহলে সেই পরীক্ষা গ্রহণযোগ্যতা থাকে? এই প্রশ্নের উত্তরে আইএফএ সভাপতি অজিত ব‍্যানার্জি বলেন,”পরীক্ষায় পাশ-ফেল না থাকলে ছাত্র-ছাত্রীদের মধ‍্যে ভাল ফল করার তাগিদ থাকে না। আমার মনে হয় পাশ-ফেল থাকাটা বাঞ্চনীয় “।
এদিক,মোহনবাগান তাদের বকেয়া টাকা নিয়েও আইএফএকে মেল করেছে। এই ব‍্যাপারে অজিতবাবু বলেন,”এই মুহূর্তে আমরা এত টাকা দেওয়ার সিদ্ধান্তে আসতে পারব না। আইএফএ-পক্ষ‍ে সমস‍্যা হবে। শুধু মোহনবাগান নয়,অনেক ক্লাব টাকা পায়। এখন সবাই যদি বকেয়া টাকার পার্সেন্টজ চায় তাহলে তো সমস‍্যা। আইএফএ সবাইকেই টাকা দিয়ে দেব। তবে একটু সময় লাগছে। আশাকরি ক্লাবগুলিও আইএফএ-এর সমস‍্যা বুঝবে”।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here