ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : অবশেষে আগামি ২৫ বছরের রোড ম্যাপ প্রকাশ করল এআইএফএফ (অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন)। অর্থাৎ ভারতের ১০০ বছরের স্বাধিনতা দিবসকে লক্ষ্য রেখে এআইএফএফের নব নিযুক্ত সভাপতি কল্যাণ চৌবে ২০৪৭ সাল পযর্ন্ত রোড ম্যাপ প্রকাশ করলেন। ভারতীয় ফুটবলের উন্নয়নের জন্য এই ২৫ বছরের রোড ম্যাপকে দুটি স্তরে ভাগ করে এগিয়ে যেতে বদ্ধপরিকর ফেডারেশন। প্রথমত স্বল্পমেয়াদী (২০২৬ ) ও দীর্ঘমৈয়াদী (২০৪৭)। ভারতীয় ফুটবলকে কোন দিশায় নিয়ে যাওয়া হবে সেই লক্ষ্য নিয়েই দিল্লিতে শনিবার এআইএফএফ সভাপতি, সচিবরা সাংবাদিক সম্মেলন করে রোড ম্যাপ প্রকাশ করেছেন।
যে দশটি বিষয়ের উপর ফেডারেশন কর্তারা জোর দিয়েছেন তা হল – ১) তৃণমূল স্তর থেকে প্রতিভা তুলে আনা। ২) সুষ্ঠু পরিকাঠামো। ৩) আধুনিক কোচিং প্রশিক্ষণ। ৪) ডিজিটাল উন্নয়ন। ৫) দেশের ফুটবলকে বানিজ্যকরণ। ৬) ক্লাবের ফুটবলে উন্নয়ন।৭) পরিচালনা। ৮) দেশের প্রতিযোগিতাকে গুরুত্ব দিয়েফারিয়ে আনা। ৯) রেফরিং এবং ১০) তৃণমূল স্তরের অর্থাৎ জেলার ফুটবলকে আগের মতোই গুরুত্ব দেওয়া। ১১) মহিলা ফুটবলের উন্নয়ন।
ফেডারেশন থেকে জানা যায়, ২০২৬-এর মধ্যে ভারতের পুরুষদের ফুটবলে তিনটি স্তরে খেলা হবে। আইএসএল এবং আই লিগে খেলবে ১৪টি করে দল। আর আই লিগের দ্বিতীয় ডিভিশনে খেলবে ১২টি। পাশাপাশি মহিলা ফুটবল নিয়ে বিশেষ চিন্তাভাবনা করছে।
২০৪৭-এর মধ্যে এআইএফএফ যে যে বিষয়গুলিতে বেশি করে জোর দিচ্ছে তা হল, প্রতি জেলায় ৫০টি ফুটবল মাঠ, দেশে ৩০টি ফিফা মানের আন্তর্জাতিক স্টেডিয়াম এবং ১২টি স্মার্ট স্টেডিয়াম গড়ে তোলার লক্ষ্য।জাতীয় দল ভারতীয় ফুটবলকে ২০২৬-এর মধ্যে এশিয়ার প্রথম দশে নিয়ে যাবার লক্ষ্যে। আর ২০৪৭ সালের মধ্যে এশিয়ার চারের মধ্যে রাখতে চান ফেডারশন কর্তারা।
এছাড়াও রোভার্স কাপ, আইএফএ শিল্ডের মতো ঐতিহ্যবাহী টুর্নামেন্ট আরও ভাল করে শুরু করার সিদ্ধান্ত নিয়েছে ফেডারেশন।