২৩-২৪ ফেব্রুয়ারি ডালহৌসি ক্লাবে ক্রিকেটের প্রিমিয়ার লিগ

0

ইনসাইড স্পোর্টসের প্রতিবদেন : স্বল্প কালো পোষাকের সুন্দরী চিয়ার গার্ল, হাতে কোনও এক ফ্রাঞ্চাইজি দলের জার্সি। পাশে দাঁড়িয়ে থাকা সেই ফ্রাঞ্চাইজির কর্ণধারকে কাছে ডেকে নিয়ে স্বল্প দৈর্ঘ‍্যের লাল কার্পেটের র‍্যাম্পে হাঁটা শুরু করলেন। ব‍্যাকগ্রাউন্ডে বেজে উঠল আইপিএলের সেই অতি পরিচিত মিউজিক। অতিথি হিসেবে উপস্থিত ভারতের প্রাক্তন ক্রিকেটার উৎপল চ‍্যাটার্জি,আইপিএলের কাউন্সিল মেম্বার অভিষেক ডালমিয়া। সঙ্গে ডালহৌসির বহু সদস‍্য। সেই সঙ্গে র‍্যাম্প থেকে জ্বলে উঠছে রং মশাল। মুহুর্তের মধ‍্যে শুক্রবারের সন্ধ‍্যার মহলটাই বদলে গেল।

এমন ঝলকানি দিয়ে ডালহৌসি ক্লাবের প্রিমিয়ার ক্রিকেট লিগের আনুষ্ঠানিক ঘোষণা হয়ে গেল। এদিনই সুদৃশ‍্য ট্রফিরও উন্মোচন করা হল। চলতি মাসের শেষ সপ্তাহে (২৩-২৩ ফেব্রুয়ারি ) নিজেদের সদস‍্যদের নিয়ে ক্রিকেট উৎসবে সামিল হতে চলেছেন শতাব্দী প্রাচীন ডালহৌসি অ‍্যাথলেটিক ক্লাব। ক্লাব সদস‍্যদের ৮ সদস‍্য ফ্রাঞ্চাইজি দল নিয়ে আট দলীয় দুই দিনের টুর্নামেন্ট করতে চলেছে ডালহৌসি ক্লাব। এই ক্লাবের সভাপতি পার্থসারথী গাঙ্গুলি বলেন,”আমাদের ক্লাবের সদস‍্যদের নিয়েই দুই দিনের এই টুর্নামেন্ট হবে। আমরা গড়ের মাঠে বিভিন্ন খেলায় অংশ নিয়ে যেমন থাকি, আর এবার আমরা ক্লাব সদস‍্যরাও যাতে মাঠে নেমে খেলে সেটা মাথায় রেখেই প্রথমবার এই প্রিমিয়ার লিগ শুরু করছি। আশাকরি সুষ্ঠুভাবে টুর্নামেন্টটা করতে পারব।”

সিএবির প্রাক্তন সভাপতি ও আইপিএল কাউন্সিল মেম্বার অভিষেক ডালমিয়া জানান,”এই প্রিমিয়ার লিগের ভাবনা ভাল। একটা ক্রিকেটের পরিবেশ তৈরি হবে। ডালহৌসি ক্লাব কর্তাদের আমার আগাম শুভেচ্ছা রইল।”
প্রসঙ্গত উল্লেখ্য, এই ডালহৌসি প্রিমিয়ার লিগের পরিচালনার দায়িত্বে আরপিজে স্পোর্টিং বাউন্ডারি। এই সুন্দর অনুষ্ঠান পরিকল্পনায় আছেন রাকেশ (মুন) ঝাঁ ও শুভদীপ সাহা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here