২৩ জানুয়ারি নেতাজি ইন্ডোরে কালীঘাট স্পোর্টস লাভার্সের রক্তদান শিবির

0

ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : পায়ে পায়ে ২৫ বছরে পড়ল বাবুন ওরফে স্বপন ব‍্যানার্জির রক্তদান শিবির। কালীঘাটের তখন নিছকই বাবুন। খেলা নিয়ে পাড়া মাতিয়ে রাখতেন। খেলা নিয়ে কাজ করতে পছন্দ করতেন। ওই সময় তাঁর দিদি কংগ্রেস ছেড়ে সবে নতুন রাজনৈতিক দল ‘তৃণমূল’ গড়েছেন। এই দলটার কি তার ভবিষ‍্যৎ কেউ তখন জানত না। সেই সময় থেকে বাবুন একা উদ‍্যোগী হয়ে ২৩ জানুয়ারি রক্তদান শিবির করা শুরু করেন। মানুষের রক্তের প্রয়োজন, মানুষের সেবা করার এই উপলব্ধি থেকেই রক্তদান শিবির করা শুরু। আজ তাঁর দিদি পশ্চিমবঙ্গের মুখ‍্যমন্ত্রী। তিনি নিজেও বাংলার ক্রীড়া জগতের বিভিন্ন অ‍্যাসোসিয়েশনের প্রধান। সারাদিন বিভিন্ন অ‍্যাসোসিয়েশনের কাজে ছুটলেও তাঁর সেই পুরনো দিনের প্রিয় রক্তদান শিবিরকে ভুলতে পারেননি স্বপন ব‍্যানার্জি। পরবর্তীকালে নিজে কালীঘাট স্পোর্টস লাভার্স ক্লাব করেছেন। পুরুষ ও মহিলাদের নিয়ে দুর্দান্ত ফুটবল দল গড়ে কলকাতা লিগ, কন‍্যাশ্রী কাপে খেলছে। এখন কালীঘাট স্পোর্টস লাভার্সের মধ‍্যে দিয়েই রক্তদান শিবির করে চলেছেন বাবুন ওরফে স্বপন ব‍্যানার্জি। এই বছর তাঁর রক্তদান শিবির ২৫ বছরে পড়ল।

আগামী ২৩ জানুয়ারি বিরাট আকারে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ৩ হাজার রক্তদাতাদের সামিল করার লক্ষ‍্য নিয়ে এগিয়েছেন স্বপন ব‍্যানার্জি। শুধু কলকাতা শহর নয়, পশ্চিমবঙ্গের প্রতিটি জেলায় এই রক্তদান শিবির হবে। তাছাড়াও বিভিন্ন জেলা থেকেও রক্ত দিতে কলকাতার নেতাজি ইন্ডোরে আসতে চলেছেন রক্তদাতারা।

শনিবার, কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবে এই মেগা রক্তদানের আনুষ্ঠানিক ঘোষণা করলেন স্বপন ব‍্যানার্জি। কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবে সাংবাদিক বৈঠকে কালীঘাট স্পোর্টস লাভার্স অ‍্যাসোসিয়েশনের সচিব স্বপন ব্যানার্জি বলেন, “বাংলার এই বৃহত্তম রক্তদান শিবিরে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষরা আসবেন। এবার ২৫ বছর উপলক্ষ্যে আমরা বড় আকারে এই রক্তদান শিবির করতে চলেছি।”

সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন প্রাক্তন ফুটবলার দুলাল বিশ্বাস ও দীপঙ্কর রায়, অভিনেত্রী মিঠাই সৌমি তৃষা কুন্ডু, সোহেল দত্ত, সোমনাথ সিংহ রায়, শেখ লালন সাংবাদিক ঋতব্রত ভট্টাচার্য, সুভেন রাহা ও পূর্ণেন্দু চক্রবর্তী। প্রসঙ্গত উল্লেখ্য, আগামী ২৩ জানুয়ারি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সকাল ৯ টা থেকে বাংলার এই মেগা রক্তদান শুরু হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here