◆জয়ের পর সমর্থকদের অভিনন্দন গ্রহণ করছেন মোহনবাগানের হকি খেলোয়াড়রা। সোমবার মোহনবাগান মাঠে◆
ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন,১৩ ফেব্রুয়ারি : স্থানীয় হকি লিগ দিয়েই মোহনবাগানে আবার ফিরল হকি। দীর্ঘ ২২ বছর পর। তৎকালীন মোহনবাগান সচিব অঞ্জন মিত্র অ্যাস্ট্রোটার্ফে খেলার দাবি জানিয়ে প্রতীকী প্রতিবাদ করে হকি দল গড়া বন্ধ করে দিয়েছিল মোহনবাগান। অবশেষে দীর্ঘ ২২ বছর পর সবুজ-মেরুন তাঁবুতে হকি ফেরালেন মোহনবাগানের বর্তমান সচিব দেবাশিস দত্ত।
আজ,নিজেদের মাঠেই সিইএসসির বিরুদ্ধে হকি লিগের ম্যাচ খেললেন মোহনবাগান দল। প্রথম ম্যাচেই সিইএসসিকে -২-১ গোলে হারাল মোহনবাগান। হকিতে ফিরে আসার দিনে বেশ কিছু মোহনবাগান সমর্থকরাও মাঠে এসেছিলেন। প্রসঙ্গত উল্লেখ্য, মোহনবাগান ক্লাবের সচিব হওয়ার পর দেবাশিস দত্ত প্রথম দিনেই বলেছিলেন, তিনি মোহনবাগানে আবার হকি ফিরিয়ে আনবেন। আজ, সেই হকি ফিরে এল বাগানে।
হকি খেলাকে ফিরিয়ে আনার ব্যাপারে দেবাশিস দত্ত জানান,”২২ বছর আগে অঞ্জনদা হকির দল গড়া বন্ধ করে দিয়েছিলেন। কারণ, অঞ্জনদার দাবি ছিল, অ্যাস্ট্রো টার্ফে হকি হোক। তখন রাজ্য হকি সংস্থা অ্যাস্ট্রো টার্ফের ব্যাপারে গুরুত্ব দেয়নি। তাই প্রতিবাদ করে হকি দল গড়া বন্ধ করে দিয়েছিলেন অঞ্জনদা। আমরাও চাই হকি হোক অ্যাস্ট্রো টার্ফে। রাজ্য হকি সংস্থার সঙ্গে আমাদের কথা হয়েছে। এই বছর ঘাসের মাঠেই হকি হবে। কিন্তু সামনের বছর থেকে অ্যাস্ট্রো টার্ফেই হকি হবে। সেই কারণেই আমরা আবার হকি শুরু করলাম। আশাকরি মোহনবাগান পুরনো হকির গৌরব ফিরিয়ে আনবে।”
এদিন, হকির ম্যাচ দেখতে এসেও বেশ কিছু মোহনবাগান সদস্য-সমর্থকরা ‘এটিকে রিমুভ’ স্লোগান তুলে গ্যালারিতে আন্দোলন করছিলেন। কখনও ‘আমার মোহনবাগান’ গান গেয়ে আবার কখনও ছড়া কেটে সুষ্ঠুভাবে আন্দোলনে সামিল হয়েছিলেন তরুণ সমর্থকরা। তাই দেখে ম্যাচ শুরুর আগে গ্যালারির কাছে গিয়ে সেই বিক্ষুব্ধ সমর্থকদের কাছে গিয়ে কথা বলেন মোহনবাগান সচিব দেবাশিস দত্ত। সেই সব বিক্ষুব্ধ তরুণ -তরুণীদের দেবাশিসবাবু বলেন,তোমরা যাই করো,কিন্তু মাঠে এসো, দলকে সমর্থন করো।
পরে দেবাশিস দত্ত সাংবাদিকদের বলেন,”ওদের আন্দোলন ভুল কখনই বলিনি। আমরাও চাই মোহনবাগানের আগে এটিকে উঠে যাক। এর আগেও এই বিষয় নিয়ে বহুবার বলেছি। তবে ওরা যারা এসেছে তাদের বয়স খুব কম। আমাদের ক্লাবে যখন হকি হতো তখন ওরা দেখার সুযোগ পায়নি। এই প্রথম ওরা তাদের প্রিয় ক্লাবের হকি টিমের খেলা দেখতে এসেছে। এটা খুব ইতিবাচক দিক। আন্দোলন করুক, কিন্তু হকি টিমকে সমর্থন করছে। এটাই চাই।”
মোহনবাগান ফুটবলারদের অনুশীলন দেখার সুযোগ নেই সদস্য-সমর্থকদের। এই বিষয়ে মোহনবাগান সচিব বলেন,”ক্লোজ ডোর অনুশীলন করানোর ফলে ফুটবলারদের সঙ্গে সদস্য সমর্থকদের যোগাযোগ নেই। কোচ ফেরান্দোর বুঝতে অসুবিধা হচ্ছে। তিনি হয়তো জানেন না, মোহনবাগানের একটা সেন্টিমেন্ট আছে। যেটা প্রতিফলিত হয় সদস্য-সমর্থকদের মধ্যে। আইএসএলে খারাপ ফল হওয়ার এটাও একটা কারণ কিন্তু। এটাও বুঝতে হবে।”
এদিন মোহনবাগানের হকি ম্যাচ দেখতে উপস্থিত ছিলেন অলিম্পিয়ান গুরবক্স সিং, বিওএ ও রাজ্য হকি সংস্থার সভাপতি স্বপন ব্যানার্জি প্রমুখ।