ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : ডুরান্ড কাপের হাত ধরে আড়াই বছর পর কলকাতা শহরে হতে চলেছে এটিকে মোহনবাগান-ইমামি ইস্টবেঙ্গল ডার্বি ম্যাচ। আগামী ২৮ সে অগাস্ট যুবভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি হতে চলেছে এটিকে মোহনবাগান ও ইমামি ইস্টবেঙ্গল। আসন্ন এই ডার্বি ম্যাচের টিকিটের চাহিদা তুঙ্গে পৌঁছে গিয়েছে। কয়েকদিন আগে ডুরান্ড কমিটি অন লাইনে ১০ হাজার টিকিট ছেড়েছিল। কিন্তু দেখা যায় মাত্র ৩০ মিনিটে টিকিট বিক্রি হয়ে যায়। আপাতত ডার্বি ম্যাচের টিকিট অন লাইনে আর পাওয়া যাবে না। মোহনবাগান,ইস্টবেঙ্গল এবং যুবভারতী ক্রীড়াঙ্গনের কাউন্টারে টিকিট পাওয়া যাবে ২২ অগাস্ট থেকে। শুক্রবার কলকাতা ফোর্ট উইলিয়ামে সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দিলেন ডুরান্ড কমিটির চেয়ারম্যান লেফটেন্যান্ট জেনারেল কে কে রেপসওয়াল।
এদিন তিনি বলেন, আগামী সোমবার (১৬ অগাস্ট ) থেকে যুবভারতীতে মহমেডান স্পোর্টিং ও গোয়া এফসি ম্যাচ দিয়ে শুরু হচ্ছে এশিয়ার তৃতীয় প্রাচীন ফুটবল টুর্নামেন্ট ডুরান্ড কাপ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়েই এবারের ডুরান্ড কাপের উদ্বোধন করার চেষ্টা করছেন সেনাবাহিনী।
ডুরান্ডের জনপ্রিয়তা ফিরিয়ে আনতে এই বছর বড় করে এই প্রতিযোগিতা করছে সেনাবাহিনী। আইএসএলের ১১টি, আইলিগের ৫টি এবং সেনাবাহিনীর ৪টি দল – মোট ২০টি দল নিয়ে এবার ডুরান্ড হবে গুয়াহাটি, মনিপুর ও কলকাতায়। মোট ম্যাচ হবে ৪৭টি, যার মধ্যে ২৭টি ম্যাচ হবে কলকাতার যুবভারতী ও কিশোর ভারতী স্টেডিয়ামে। আপাতত গ্রুপ লিগের ক্রীড়াসূচি ঘোষণা করা হল। বাকি কোয়ার্টার ফাইনাল,সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচের তারিখ পরে গোষণা করবে। তবে এখনও পযর্ন্ত ঠিক আছে ১৮ সেপ্টেম্বরে ফাইনাল ম্যাচ হবে যুবভারতীতে। ওইদিন মাঠে থাকার জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে।
এদিন ডুরান্ড কমিটির সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। তিনি জানান,ডুরান্ডের জন্য সরকার সব সময় সহযোগিতা করতে তৈরি।