ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : অভিনব উদ্যোগ নিয়ে শুরু হতে চলেছে মোহনবাগান স্পোর্টস লাইব্রেরি। অতীতে ভারতীয় কোনও ক্লাব এই ধরনের স্পোর্টস লাইব্রেরি তৈরি করেছে কিনা জানা নেই। সম্ভবত মোহনবাগান ক্লাবই প্রথম এই পদক্ষেপ করল। মঙ্গলবার বিকেলে ক্লাব তাঁবুতে এক্সিকিউটিভ মিটিংয়ের পর ক্লাবের নতুন পদক্ষেপের কথা ঘোষণা করেন মোহনবাগান ক্লাবের সচিব দেবাশিস দত্ত।
মোহনবাগান ক্লাব সচিব জানান, আগামী ২১ ফেব্রুয়ারি ভাষা দিবস। ওই দিনেই মোহনবাগান স্পোর্টস লাইব্রেরির উদ্বোধন করা হবে। এক বিখ্যাত সাহিত্যিককে দিয়ে এই ক্রীড়া লাইব্রেরির উদ্বোধন করা হবে।
মোহনবাগান সচিব দেবাশিস দত্ত আরও বেশ কিছু ঘোষণা করেছেন। যেমন, ক্লাবের ভিতরে যে জিমনাসিয়াম তৈরি হচ্ছে তার নামকরণ হবে প্রয়াত কিংবদন্তি ফুটবলার ও কোচ পিকে বন্দ্যোপাধ্যায়ের নামে। এই জিমের উদ্বোধনে আমন্ত্রণ জানানো হবে তাঁর পরিবারের সদস্যদের। এছাড়াও একই দিনে জাতীয় গেমসে ছটি পদকজয়ী গোবিন্দ প্রামাণিককে সম্মান জানানো হবে।
দেবাশিসবাবু আরও জানান, মার্চ মাসে চুনী গোস্বামী গেট তৈরির কাজ সম্পন্ন হবে। ২৪ মার্চ কমিটির বর্ষপূর্তির দিনেই চুনী গোস্বামীর নামাঙ্কিত গেটের উদ্বোধন হবে। এছাড়াও এক বেসরকারি সংস্থার সঙ্গে তিন বছরের চুক্তি করে মোহনবাগান স্পোর্টস অ্যাকাডেমি করার কথাও ঘোষণা করেন মোহনবাগান সচিব দেবাশিস দত্ত। তিনি জানান, আপাতত একটি স্কুলের সঙ্গে টাই আপ করে ক্রিকেট দিয়ে এই অ্যাকাডেমির কাজ শুরু হবে। যাবতীয় খরচ দেবে বেসরকারি সংস্থাটি। আর টেকনিক্যাল বিষয়টা দেখবে মোহনবাগান ক্লাব।
এদিকে, আইএসএলে গত কয়েকটি ম্যাচে খারাপ ফল করায় মোহনবাগান ক্লাব কর্তারা সঞ্জীব গোয়েঙ্কাদের চিঠি দিয়ে পর্যালোচনা করার জন্য আবেদন করেছেন। তাঁরাও দীর্ঘদিন ধরে ক্লাবের ফুটবল দল পরিচালনা করে এসেছেন। প্রয়োজন হলে মোহনবাগান কর্তাদের অভিজ্ঞতা ব্যবহার করতে পারেন।