ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন,২৪ নভেম্বর : ৪০ বছর পর লিগ জয়ের পর বিজয় উৎসব করতে চলেছে মহমেডান স্পোর্টিং ক্লাব। আগামী ১ ডিসেম্বর মহমেডান ক্লাব তাঁবু ও মাঠেই হতে চলেছে লিগ জয়ের অনুষ্ঠান। এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশেষ অতিথি হিসেবে আনতে মরিয়া মহমেডান কর্তারা। “আমরা মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে লিগ জয়ের অনুষ্ঠানে উপস্থিত থাকতে অনুরোধ করছি। উনি আসতে পারবেন কিনা তা আশাকরি দুই-একদিনের মধ্যে জানতে পারব” বলছিলেন মহমেডান স্পোর্টিং ক্লাবের সহ সভাপতি কামরুদ্দিন।
১ ডিসেম্বর দুপুর একটা থেকে বিকেল চারটে পযর্ন্ত উৎসব চলবে। চ্যাম্পিয়ন দলের ফুটবলারদের সংবর্ধনা দেওয়া হবে। বিশেষ ভাবে উপস্থিত থাকবেন ক্লাবের শেষবার লিগ জয়ী (১৯৮১) দলের সদস্যরা। এছাড়াও মহমেডানের সকল প্রাক্তনদের আমন্ত্রণ জানানো হচ্ছে। মহম্মদ আকবর, অমলরাজ থেকে নঈম, সাবির আলি – সবাইকেই আমন্ত্রণ জানানো হচ্ছে। যারা কোচিং করে গিয়েছেন তাঁদেরও আমন্ত্রণ জানানো হচ্ছে।
ইতিমধ্যে মহমেডান ক্লাব তাঁবু সেজে উঠেছে। এদিকে, মহমেডানের সভাপতি ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন। পদত্যাগ পত্র গ্রহণও করা হয়েছে।