১৯ বছর পর কলকাতা হকি লিগে ইস্টবেঙ্গল

0

ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন,কলকাতা,১২ ফেব্রুয়ারি : দীর্ঘ ১৯ বছর পর ফের কলকাতা হকি লিগে অংশ নিচ্ছে ইস্টবেঙ্গল ক্লাব। শুক্রবার ছিল এই বছরের হকি লিগের প্রথম ম‍্যাচ। জয়দিয়েই লিগ অভিযান শুরু করল লাল-হলুদ ব্রিগেড। এদিন নিজেদের মাঠে ইস্টবেঙ্গল ২-১ গোলে হারাল পুলিশ এসিকে। গোল করেছেন মনপ্রীত ও সতিন্দর কুমার। পুলিশের হয়ে গোল করেছেন কৌশিক জানা।

২০০১ সালে শেষ কলকাতা হকি লিগে খেলেছিল ইস্টবেঙ্গল। সেই বছর তারা রানার্স হয়েছিল। তারপর থেকে হকি লিগে অংশ নিত না ইস্টবেঙ্গল। ১৯ বছর পর হকিতে ফিরল ইস্টবেঙ্গল নামেই। এসসি ইস্টবেঙ্গল নয়। অথচ বাঙ্গুর গোষ্ঠীর কাছে ইস্টবেঙ্গল সব স্পোর্টিং রাইট দিয়ে দিয়েছে। ইস্টবেঙ্গল হকি লিগ খেলছে তা নাকি জানতোই না শ্রী সিমেন্ট কর্তারা। এই ব‍্যাপারে বাংলা হকি সংস্থার সচিব ইস্তিয়াক আলি গতকাল (বৃহস্পতিবার) কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবে জানিয়েছিলেন,”ইস্টবেঙ্গলের অ‍্যাফিলিয়েশন আমাদের আছে। কারা ওদের ইনভেস্টর সেই বিষয় নিয়ে আমাদের ভাবার কিছু নেই।”

রাজ্য হকি লিগে ইস্টবেঙ্গলের যোগদান করলেও ক্লাবের অন্দরে ফের বিনিয়োগ সংস্থার সঙ্গে বিতর্কের সিঁদুরে মেঘ। কারণ চুক্তি অনুযায়ী ইস্টবেঙ্গল ক্লাবের স্পোর্টিং রাইটস পুরোটাই বিনিয়োগ শ্রী সিমেন্টের হাতে যদিও ক্লাব সূত্রের খবর, কর্তারা বলছেন চূড়ান্ত চুক্তিতে সই হয়নি। আইএসএলের জন্যই নাকি ফেডারেশনকে ফুটবল স্বত্ব তুলে দেওয়ার কথা জানানো হয়েছে। অন্য খেলার ব্যাপারে সংশ্লিষ্ট রাজ্য সংস্থাকে ক্লাব জানায়নি। বিষয়টা ভালভাবে নিচ্ছে না শ্রী সিমেন্ট।

উল্লেখ্য,ইস্টবেঙ্গল ২২ জন খেলোয়াড়কে সই করিয়েছে। কোচ জাগরাজ সিং ময়দানের পরিচিত মুখ। ভারতীয় দলের হয়ে খেলা বিকাশ দাহিয়া, গগনদীপ সিং, মনপ্রীত সিং, অভিষেক নয়ন, সুখজিৎদের নিয়ে ভাল দল গড়েছে ইস্টবেঙ্গল।

এই বছর ইস্টবেঙ্গল ফিরল। আগামী বছর মোহনবাগানও স্থানীয় হকি লিগে ফিরছে বলে জানালেন রাজ‍্য হকি সংস্থার সভাপতি স্বপন ব‍্যানার্জি। তাঁর কথায়,”মোহনবাগানের সঙ্গে কথা হয়েছে। তারাও আগামী বছর থেকে কলকাতা হকি লিগ খেলবে। আশাকরছি মহমেডানকেও ফেরাতে পারব।”

প্রসঙ্গত, মোহনবাগান শেষবার হকি লিগে অংশ নিয়েছিল ২০০০ সালে। তার আগের তিন বছর (১৯৯৭,’৯৮,’৯৯) হকি লিগ জেতার হ‍্যাট্রিক করেছিল মোহনবাগান। তারপরেই ক্লাবের তৎকালীন সচিব অঞ্জন মিত্র মোহনবাগান থেকে হকিটাই তুলে দিয়েছিলেন। মহমেডান হকি লিগে খেলা বন্ধ করেছিল ২০০২ সাল থেকে।

এদিন, লিগের দ্বিতীয় ম‍্যাচে সিইএসসি স্পোর্টস ক্লাব ৪-২ গোলে হারায় ওয়েস্ট বেঙ্গল পুলিশকে। সিইএসসির হয়ে গোল করেছেন বিরাজ টপনো,গুরতেজ সিং,চরণজিৎ সিং ও এইচ সিং। ওয়েস্ট বেঙ্গল পুলিশের হয়ে দুটি গোল করেছেন শুসহার হরসিৎ কিরো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here