১৭ জনের জন‍্য ৪ টি ঘর! সমস‍্যায় শিলিগুড়ির মহিলা ক্রিকেটাররা, কাঠগড়ায় CAB

0

◆সন্দীপ দে◆

CAB পরিচালিত অনূর্ধ্ব-১৮ ক্রিকেট টুর্নামেন্ট খেলতে এসে চরম সমস‍্যায় শিলিগুড়ির মহিলা ক্রিকেটাররা। শিলিগুড়ি ক্রীড়া মহকুমা ক্রীড়া পরিষদের ১৭ সদস‍্য দলের জন‍্য বরাদ্দ মাত্র ৪টি ঘর! হোটেল নয়, মহিলা ক্রিকেটারদের রাখা হয়েছে একটি বাড়িতে। একটা খাটে শুতে হচ্ছে পাঁচজন ক্রিকেটারকে। টয়লেটে ফ্ল‍্যাস নেই। অস্বাস্থ্যকর পরিবেশ। এমন চাঞ্চল‍্যকর অভিযোগ করলেন শিলিগুড়ি ক্রীড়া মহকুমা পরিষদের ক্রিকেট সচিব মনোজ ভার্মা।

মনোজ ভার্মার কাছ থেকে জানা গেল, CAB পরিচালিত মহিলাদের অনূর্ধ্ব-১৮ ক্রিকেট টুর্নামেন্ট শুরু হচ্ছে উত্তর ২৪ পরগনা জেলার খড়দহ স্টেডিয়ামে। শিলিগুড়ির খেলা বুধবার। আজ,মঙ্গলবার ভোরে শিয়ালদহ পৌছয় শিলিগুড়ির মহিলা দল। শিয়ালদহ থেকে কাকভোড়ে খড়দহে স্টেডিয়ামে পৌঁছয় দল। সাপোর্ট স্টাফ নিয়ে ১৭ সদস‍্যের শিলিগুড়ির দলের জন‍্য দেওয়া হয় মাত্র চারটি ঘর।

মনোজ ভার্মা ‘ইনসাইড স্পোর্টস’ কে বলেন,”CAB এর টুর্নামেন্টে মহিলা ক্রিকেটারদের যে ভাবে রাখা হয়েছে তা কল্পনাও করা যায় না। ভোরে আমাদের মেয়েরা খড়দহে পৌঁছেছে। তখন স্টেডিয়ামে কেয়ারটেকার ছাড়া কেউ ছিল না। অনেকক্ষণ বসে থাকার পর স্টেডিয়ামের একটু দুরে চারটি ঘর দেওয়া হয়। এক একটা বেডে পাঁচ জন, ছয় জনকে শুতে হয়। বাথরুমে ফ্ল‍্যাস নেই। ছেলেদের টিম হলেও মানতাম। এত গুলো মেয়ে গিয়েছে। কিছু একটা হয়ে গেলে এর দায় কে নেবে? CAB এর তো অনেক টাকা। প্লেয়ারদের জন‍্য হোটেলের ব‍্যবস্থা করতে পারল না? এটা ক্রিকেট টুর্নামেন্ট? আসলে CAB টুর্নামেন্ট করতে চায় কিন্তু প্লেয়ারদের সুবিধা, অসুবিধা বুঝতে চাই না। খুব খারাপ কাজ করছেন সিএবি কর্তারা।”

যিনি এই টুর্নামেন্টের টিমের দায়িত্বে আছেন সেই বাপ্পা ওরফে অঞ্জন দাশগুপ্তকে ফোন করে মনোজ ভার্মার অভিযোগের বিষয়ে জানতে চায়লে তিনি বলেন,”চিন্তা করবেন না,সব ঠিক হয়ে যাবে। আসলে এখন তো বিয়ের সময় চলছে,তাই ঘর পাওয়া যাচ্ছে না। শিলিগুড়ির জয়ন্তবাবুর সঙ্গে কথা হয়েছে। আমি শিলিগুড়ির টিমের জন‍্য আরও তিনটি ঘরের ব‍্যবস্থা করেছি।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here