◆শাহবাজ◆
◆সংক্ষিপ্ত স্কোর◆
◆বাংলা (প্রথম ইনিংস ) – ১৭৪ ( শাহবাজ ৬৯, অভিষেক ৫০, উনাদকট ৩/৪৪, চেতন ৩/৩৩)
◆সৌরাষ্ট্র (প্রথম ইনিংস ) – ৮২ /২ ( হার্ভিক দেশাই – ৩৮, জাদেজা – ২৫, মুকেশ – ১/২৩, আকাশদীপ – ১/২৮)
ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন,১৬ ফেব্রুয়ারি : রনজি ফাইনালের প্রথম দিনেই ব্যাকফুটে বাংলা। কঠিন লড়াই করে ম্যাচে ফিরতে মরিয়া মনোজ তিওয়ারিরা। এদিন ইডেনে টস জিতে বাংলাকে ব্যাট করতে পাঠান সৌরাষ্ট্রের অধিনায়ক জয়দেব উনাদকট। একে পিচে ঘাষ, তার উপর শিশির – সব মিলিয়ে শুরুতে সৌরাষ্ট্রের বোলারদের সামলাতেই পারলেন না বাংলার ব্যাটাররা।
মাত্র ৩৫ রানেই ৫ উইকেট চলে যায় বাংলার। অভিমন্যু, সুদীপ, অনুষ্টুপ,,মনোজরাও দাঁড়াতে পারলেন না। এই কঠিন অবস্থা থেকে দলকে টেনে তোলার চেষ্টা করলেন শাহবাজ (৬৯) ও অভিষেক পোড়েল (৫০)। এই দুই ব্যাটারের বড় রানের পার্টনারশিপের সৌজনে ১৭৪ রান করতে পারে। জয়দেব উনাদকট ও চেতন ৩ টি করে উইকেট নিয়েছেন।
বাংলার জবাবে সৌরাষ্ট্র দিনের শেষে ২ উইকেট হারিয়ে ৮২ রান করেছে। মুকেশ ও আকাশদীপ একটি করে উইকেট নিয়েছেন। ম্যাচ শেষে বাংলা দলের অধিনায়ক মনোজ তিওয়ারি বলেন,”এই মরসুমে আমাদের এটাই সব থেকে খারাপ দিন। তবে ম্যাচ শেষ হয়ে যায়নি। শাহবাজ ও সুদীপ খুব ভাল ব্যাট করেছে। আগামীকাল সকালটা খুব গুরুত্বপূর্ণ। আমাদের বোলারদের উপর আস্থা আছে।”