১৭ই অক্টোবর জরুরী বৈঠক ডাকল বিসিসিআই

0

আগামী বছরের শুরুতে ইংল্যান্ডের বিরুদ্ধে হোম সিরিজ কি ভারতের মাটিতেই হবে? নাকি আইপিএলের মতো সংযুক্ত আমিরসাহিতে সিরিজ সরিয়ে নিয়ে যাবে বিসিসিআই? নভেম্বরের ১৯ তারিখ থেকে দেশে আদৌ কি ঘরোয়া ক্রিকেট শুরু করা সম্ভব? ভারতে করোনা পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে আসেনি। রোজই সংক্রমণ বাড়ছে। এই পরিস্থিতিতে আগামী ১৭ অক্টোবর অ্যাপেক্স কাউন্সিলের মিটিং ডাকল বিসিসিআই। ভার্চুয়াল এই মিটিংয়ে আলোচনা হবে ইংল্যান্ডের বিরুদ্ধে হোম সিরিজ ও দেশে ঘরোয়া ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে। আগামী বছর জানুয়ারি থেকে মার্চের মধ্যে ইংল্যান্ড ভারত সফরে এসে পাঁচটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলবে। কিন্তু দেশে করোনার প্রকোপ না কমলেও বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় এই হাইপ্রোফাইল সিরিজ দেশের মাঠে আয়োজনের উপরই জোর দিচ্ছেন। ভেন্যু হিসেবে মুম্বই ও মোতেরা রয়েছে বোর্ড কর্তাদের মাথায়। মুম্বইয়ে তিনটি আন্তর্জাতিক স্টেডিয়াম আছে। ওয়াংখেড়ে, ব্রেবোর্ন ও ডিওয়াই পাতিল স্টেডিয়াম। তাই শক্তিশালী বায়ো-বাবল তৈরি করে একই শহরে সিরিজ আয়োজন করা যেতে পারে। অথবা বিকল্প ভেন্যু হিসাবে উঠে আসছে নবকলেবরে সেজে ওঠা মোতেরা স্টেডিয়ামের নাম। অত্যাধুনিক পরিকাঠামোয় জৈব সুরক্ষা বলয় তৈরি করে সিরিজ আয়োজন করার বিকল্প উপায় আছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here