ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন,১৩ এপ্রিল : আগামী ১৫ দিনের মধ্যে ক্লাবের নতুন লগ্নিকারীর নাম পরিস্কার হবে। জানিয়েছেন ইস্টবেঙ্গল ক্লাবের কর্তা দেবব্রত সরকার। মঙ্গলবার শ্রী সিমেন্টের কাছ থেকে স্পোর্টিং রাইটস পাওয়ার পরের দিন বিকেলে ক্লাব তাঁবুতে এক সাংবাদিক সম্মেলন করেন ইস্টবেঙ্গলের কর্তারা। দেবব্রত ছাড়াও উপস্থিত ছিলেন সভাপতি প্রণব দাশগুপ্ত, সচিব কল্যাণ মজুমদার ও শান্তিরঞ্জন দাশগুপ্ত।
আগামী বছর ইস্টবেঙ্গল আইএসএলে খেলছে? এই প্রশ্নের উত্তরে দেবব্রত সরকার বলেন, “মুখ্যমন্ত্রীর সঙ্গে আমাদের কথা হয়েছে গত ফেব্রুয়ারি মাসেই। ইস্টবেঙ্গল আইএসএলে অংশগ্রহণের বিষয়ে তিনি আগ্রহী। শুধু আমরা নই, ভবিষ্যতে মহমেডান স্পোর্টিংও আইএসএলে অংশগ্রহণ করবে বলে আশা করা যায়। ইতিমধ্যেই দু-তিনটি সংস্থার সঙ্গে আমরা কথা বলেছি। মুখ্যমন্ত্রীও আমাদের পাশে থাকার কথা বলেছেন। বসুন্ধরা গ্রুপ বিনিয়োগ করলে মূল লগ্নিকারী হিসেবেই যুক্ত হবে ৷ ইতিবাচক আলোচনা চলছে ৷ বিদেশী বিনিয়োগের বিষয়ে কিছু বিষয় আছে তাই বসুন্ধরা গ্রুপের কর্তৃপক্ষ বাংলাদেশের প্রধানমন্ত্রী সেখ হাসিনার সঙ্গে আলোচনা চালাচ্ছেন। আশাকরা যায়,আগামী ১৫ দিনের মধ্যে নতুন লগ্নিকারীর নাম স্পষ্ট হবে।”
যে সমস্ত ফুটবলারের বকেয়া আছে সেই সমস্যা মিটে যাবে আশা করছেন ইস্টবেঙ্গল কর্তারা।
১১ জন ফুটবলার মিলিয়ে ২ কোটি ৫৮ লক্ষের বেশি টাকা বকেয়া। দেবব্রত সরকার আশা করছেন,শ্রী সিমেন্ট সেই টাকা মিটিয়ে দেবে। না হলে তাঁরা আইনজীবীদের সঙ্গে পরামর্শ করে পরবর্তী পদক্ষেপ নেবেন। যদিও দেবব্রত বলেছেন, “আমার বিশ্বাস, যে প্রতিষ্ঠান একটা ফুটবল দলের জন্য এত টাকা খরচ করেছে তারা এই সামান্য টাকার জন্য কোনও ঝামেলা করবে না। আশাকরি নিজেদের সংস্থা ও ক্লাবের সুনাম নষ্ট করবে না।”
শতবর্ষে পা রাখার পর ইস্টবেঙ্গলে অশান্তি চরমে। মাঠে,মাঠের বাইরে ঝামেলায় জর্জরিত। সেই ব্যাপারে বলতে গিয়ে দেবব্রত বলছিলেন”গত তিন বছরে আমাদের ১০৩ বছরের পুরনো প্রতিষ্ঠানের নাম অনেকটাই খারাপ হয়েছে ৷ আমাদের তা উদ্ধার করতে হবে। আগামী দু’বছরের মধ্যে শক্তিশালী দল গঠন করে শ্রেষ্ঠ ক্লাব হওয়াই আমাদের লক্ষ্য।”