১২ এপ্রিল থেকে শুরু অনূর্ধ্ব-১৭ আন্তঃজেলা ফুটবল

0

◆সাংবাদিক সম্মেলনে আইএফএ সচিব অনির্বান দত্ত,ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস ও আইএফএ সভাপতি অজিত ব‍্যানার্জি। শনিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ◆

ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন,৮ এপ্রিল : জেলা থেকে ফুটবল প্রতিভা তুলে আনতে বদ্ধপরিকর আইএফএ ও রাজ‍্য ক্রীড়ামন্ত্রক। আগেই শুরু হয়েছে আন্তঃজেলা অনূর্ধ্ব-১২ প্রতিযোগিতা। এবার অনূর্ধ্ব-১৭ আন্তঃজেলা ফুটবল প্রতিযোগিতা শুরু হতে যাচ্ছে। আগামী ১২ এপ্রিল শিলিগুড়ি থেকে এই প্রতিযোগিতা শুরু হবে।

আজ,নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে রাজ‍্য ক্রীড়ামন্ত্রক ও আইএফএ যৌথ উদ‍্যোগে এক সাংবাদিক সম্মেলন করে এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক ঘোষণা করা হল। উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, আইএফএ সভাপতি অজিত ব‍্যানার্জি, সচিব অনির্বান দত্ত,বিওএ সভাপতি স্বপন ব‍্যানার্জি প্রমুখ। ২৩ টি জেলা দল এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। মোট জেলায় এই খেলা গুলি হবে। শুরু হবে শিলিগুড়িতে। সেমিফাইনাল ও ফাইনাল হবে কলকাতার ময়দানে। ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস জানান,”জেলায় অনূর্ধ্ব-১২ ও ১৭ ফুটবল টুর্নামেন্ট করার মূল কারণ হল, প্রতিভা তুলে আনা। মাননীয়া মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়ের অনুপ্রেরণায় জেলা থেকে প্রতিভা তুলে আনার জন‍্য আইএফএ ও ক্রীড়া দফতর কাজ করছে। এই অনূর্ধ্ব-১২ ও ১৭ টুর্নামেন্টের জন‍্য মুখ‍্যমন্ত্রী ৩৫ লক্ষ টাকা দিয়েছেন। আইএফএকে বলেছি, এই দুই টুর্নামেন্ট থেকে ৩০ জন করে প্রতিভাবান ফুটবলার নির্বাচন করে তাদের প্রশিক্ষণ দেওয়ার ব‍্যবস্থা করতে হবে। আমাদের মূল লক্ষ‍্যই হল জেলা থেকে ফুটবলার তুলে আনা।” আইএফএ সভাপতি অজিত ব‍্যানার্জি ও সচিব অনির্বাণ দত্ত ফুটবল উন্নয়নে রাজ‍্য ক্রীড়াদফতরের সক্রিয় ভূমিকার প্রশংসা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here