১২৯ বছরের রেকর্ড ভাঙল বাংলা রনজি দল

0

ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : প্রথম শ্রেণির ক্রিকেটে ১২৯ বছরেরর রেকর্ড ভাঙল বাংলা রনজি দল। ঝাড়খণ্ডের বিরুদ্ধে রণজি ট্রফির কোয়ার্টার ফাইনাল ম্যাচে নতুন এই রেকর্ড গড়ে ফেলল বাংলা।

,প্রথম শ্রেণির ক্রিকেটে ব্যাটিং অর্ডারে এক নম্বর থেকে ন’নম্বর ব‍্যাটসম‍্যান পঞ্চাশের উপরে রান করে এই রেকর্ড করে ফেলেছেন। যার মধ্যে সুদীপ ঘরামি এবং অনুষ্টুপ মজুমদারের শতরানের ইনিংসও রয়েছে ৷ একই সঙ্গে তৃতীয় দিনের মধ্যাহ্নভোজের পর সাত উইকেট হারিয়ে ৭৭৩ রানের পাহাড় গড়ে ইনিংস ডিক্লেয়ার করে বাংলা।

প্রসঙ্গত উল্লেখ্য, ১৮৯৩ সালে অস্ট্রেলিয়ার একটি দলের আট ব্যাটার ইংল্যান্ডের অক্সফোর্ড এবং কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সম্মিলিত দলের বিরুদ্ধে প্রথম থেকে আট নম্বর পযর্ন্ত অস্ট্রেলিয়ান ব‍্যাটসম‍্যান ৫০ এর বেশি রান করেছিল। সেই রেকর্ড রনজি ট্রফিতে ভেঙে দিল বাংলা। যারা এই রেকর্ড করলেন তাঁরা হলেন – অভিষেক রমন ৬১, অভিমন্যু ঈশ্বরণ (অধিনায়ক) ৬৫ সুদীপ ঘরামি ১৮৬, অনুষ্টুপ মজুমদার ১১৭, মনোজ তিওয়ারি ৭৩, অভিষেক পোড়েল ৬৮, শাহবাজ আহমেদ ৭৮, সায়ন শেখর মণ্ডল ৫৩ (অপরাজিত)আকাশ দীপ ৫৩ (অপরাজিত)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here