১১ মাস পর ক্রিকেট শুরু দ:দিনাজপুরে

0

ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন, বালুরঘাট,৯ ফেব্রুয়ারি : অবশেষে দক্ষিণ দিনাজপুরে ফিরল ক্রিকেট। দীর্ঘ ১১ মাস পর গত ৪ ফেব্রুয়ারি থেকে জেলা ক্রিকেট শুরু হয়েছে। পাশাপাশি আজ , মঙ্গলবার দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট স্টেডিয়ামে জাঁকজমক ভাবে ১২ দলীয় টি-২০ (ইলা সরকার মেমোরিয়াল চ‍্যাম্পিয়ন ও মহেশ হিরো রানার্স) টুর্নামেন্ট শুরু হয়ে গেল। দক্ষিণ দিনাজপুর প্লেয়ার্স অ‍্যাসোসিয়েশনের পরিচালনায় এই টুর্নামেন্ট শুরু হল।

সিএবির স্থানীয় ক্রিকেট টুর্নামেন্ট শুরুর আগেই দক্ষিণ দিনাজপুরের কর্তারা টি-২০ ক্রিকেট শুরু করতে পারল সিএবি কর্তাদের অনুপ্রেরণায়। মোট ১২ টি দল অংশ নিচ্ছে। তার মধ‍্যে কলকাতার ফার্স্ট ডিভিশনে খেলা এরিয়ান, রাজস্থান, কাস্টমস ও বেলগাছিয়া এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে। এছাড়াও ডিএমএস, শিলিগুড়ি অগ্রগামী,কাটিহার ইলেভেন, জলপাইগুড়ির ক্রিকেট লাভার্স অ‍্যাসোসিয়েশন, নেতাজি স্পোর্টিং, বালুরঘাট ক্লাব,বালুরঘাট অভিযাত্রী ও বালুরঘাট স্পোর্টিং এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে।

এই প্রতিযোগিতা করার পিছনে সব থেকে যার বড় ভূমিকা তিনি হলেন গৌতম গোস্বামী। গত ২৩ বছর ধরে জেলা ক্রীড়া সংস্থার সচিব ছিলেন। এখন তিনি সিএবির অ‍্যাপেক্স কাউন্সিল মেম্বার। গত বছর এই বালুরঘাট স্টেডিয়াম পেয়েছিল রনজি ট্রফির ম‍্যাচ। অত‍্যন্ত যোগ‍্যতার সঙ্গে রনজি ম‍্যাচ পরিচালনা করে প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলির প্রশংসাও পেয়েছিলেন গৌতম গোস্বামী। মূলত তাঁর উদ‍্যোগে করোনা মহামারির ঝড় সামলে বালুরঘাটে ক্রিকেট ফিরল।

“দেখুন, কেউ একা কিছু করতে পারে না। সবাই এগিয়ে না এলে ভাল কিছু করা যায় না। এর জন‍্য প্রতিটা দল, জেলা ক্রীড়া সংস্থার কর্তারা, প্লেয়ার্স অ‍্যাসোসিয়েশনের প্রতিটি সদস‍্য এগিয়ে এসেছে। ক্রিকেট ফেরাতে সব থেকে বেশি সাহায্য করেছে স্পনসররা। তারা এগিয়ে না এলে এই টুর্নামেন্ট শুরুই করা যেত না।” বলছিলেন গৌতম গোস্বামী। উল্লেখ্য, গত দুদিন আগে এক অনুষ্ঠানের মধ‍্যে দিয়ে ট্রফি উন্মোচন করা হয়। এই টুর্নামেন্টের ফাইনাল ১৪ ফেব্রুয়ারি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here