১১ বছর পর ভিনু মানকড় ট্রফির ফাইনালে বাংলা

0

ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : প্রায় এক যুগ পর ভিনু মানকড় ট্রফির ফাইনালে পৌঁছে গেল অনূর্ধ্ব-১৯ বাংলা ক্রিকেট দল। সিএবি’র দেওয়া তথ‍্য অনুযায়ী এই অনূর্ধ্ব- ১৯ ভিনু মানকড়ে বাংলা দল শেষ বার ফাইনালে উঠেছিল ২০১৩ সালে। আর,আজ, বৃহস্পতিবার রাজকোটে ছত্তিশগড়কে ১৩১ রানে হারিয়ে ফাইনালে পৌছে গেল বাংলা। দীর্ঘ ১১ বছর পর।

প্রথমে ব‍্যাট করতে নেমেই আক্রমণাত্মক ব‍্যাটিং শুরু করে বাংলা। ওপেনার অঙ্কিত চ‍্যাটার্জি ১০২ বলে ৯২ রান করেন। তবে অঙ্কিতকেও ছাপিয়ে গেলেন বাংলার বিশাল ভাটিয়া। ঝোড়ো ব‍্যাটিং করে বিশাল দুরন্ত শতরান করেন। ১১৭ বলে ১১১ রান করেন। বল হাতেও সফল। ২২ রান দিয়ে ৩ টি উইকেট তুলে নিয়েছেন। ব‍্যাটে-বলে দুরন্ত পারফরম্যান্স করে ম‍্যাচের সেরা হয়েছেন বিশাল।

প্রথমে ব‍্যাট করে বাংলা নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৮৫ রান করে। জবাবে ব‍্যাট করতে নেমে ৪১.২ ওভারে ১৫৪ রানেই অল আউট হয়ে যায় ছত্তিশগড়। বিশাল ছাড়াও আশুতোষ কুমার ৩০ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন।

ফাইনালে পৌঁছনোর পর বাংলা দলের কোচ সৌরাশিস লাহিরী জানান,”এই জয়ের কৃতিত্ত্ব ক্রিকেটারদের। মাঠে প্রত‍্যেকে নিজের সেরাটা দিয়েছে। বিশেষ করে বিশাল, অঙ্কিত, আশুতোষ অসাধারণ খেলেছে। ধাপে ধাপে লক্ষ‍্য নিয়ে আমরা এগিয়ে চলেছি। এবার লক্ষ‍্য ফাইনাল। চ‍্যাম্পিয়ন হওয়ার জন‍্য দলের ছেলেরা সেরাটাই দেবে।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here