১০ উইকেট নিয়ে অসামান্য কীর্তি প‍্যাটেলের,ভারত ৩২৫

0

ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন,৪ ডিসেম্বর : মুম্বাইয়ের ওয়াংখেড় স্টেডিয়ামে অসামান‍্য কীর্তি গড়লেন নিউজিল‍্যান্ডের বাঁ হাতি স্পিনার অজাজ প‍্যাটেল। বিশ্বের তৃতীয় বোলার হিসেবে টেস্ট ক্রিকেটে এক ইনিংসে ১০ উইকেট নিলেন অজাজ প‍্যাটেল।

ভারত-নিউজ়িল্যান্ড মুম্বই টেস্টের প্রথম ইনিংসে দশটি উইকেট ঝুলিতে পুরলেন আজাজ ৷ একাই শেষ করলেন ভারতের ইনিংস ৷ একইসঙ্গে অনিল কুম্বলে, জিম লেকারের সঙ্গে একাসনে বসলেন এই কিউয়ি স্পিনার অজাজ প‍্যাটেল। ইংল‍্যান্ডের জিম লেকার অস্ট্রেলিয়ার বিরুদ্বে এক ইনিংসে ৫৩ রান দিয়ে ১০ উইকেট নিয়েছিলেন। পরবর্তীকালে ভারতের অনিল কুম্বলে, পাকিস্তানের বিরুদ্ধে ৭৪ রান দিয়ে এক ইনিংসে ১০ উইকেট নিয়েছিলেন। আর আজ,শনিবার ওয়াংখেড়ে ভারতের বিরুদ্ধে ৪৭.৫ ওভার বল করে এক ইনিংসে ১০টা উইকেট নিয়ে জিম লেকার ও অনিল কুম্বলেকে ছুঁয়ে ফেললেন ভারতীয় বংশোদ্ভূত নিউজিল্যান্ডের স্পিনার অজাজ প‍্যাটেল। উল্লেখ্য,বিদেশের মাটিতে তিনিই একমাত্র বোলার, যিনি এই কৃতিত্ব অর্জন করলেন।

জিম লেকার ও অনিল কুম্বলে ( ফাইল ছবি)

অজাজ প‍্যাটেল। তাঁর আদি বাড়ি গুজরাটে। পরে তাঁর বাবা ব‍্যবসা সূত্রে পরিবার নিয়ে মুম্বই শহরে চলে আসেন। অজাজের যখন আট বছর বয়স, তখন প‍্যাটেল পরিবার চলে যায় নিউজিল‍্যান্ডের অকল‍্যান্ড শহরে। সেখানেই ক্রিকেটে হাতেখড়ি অজাজের। তাঁর কাকা সঈদ পটেল ভাইপোকে ভর্তি করিয়ে দেন নিউ লিন ক্রিকেট ক্লাবে। নিউ লিন থেকে অ্যাভনডেল কলেজে গিয়ে আর এক ভারতীয় বংশোদ্ভূত জিত রাভালের সঙ্গে পরিচয় হয় অজাজের। দু’জনে একে অপরের প্রিয় বন্ধু হয়ে ওঠেন।
পাঁচ ফুট ছ’ইঞ্চি উচ্চতার অজাজ প্রথমে জোরে বোলার ছিলেন। সেখান থেকে স্পিন বোলার হয়ে ওঠা প্রাক্তন নিউজিল্যান্ড স্পিনার দীপক পটেলের হাত ধরে।

প‍্যাটেলের দাপটে ভারত ৩২৫ রানেই প্রথম ইনিংস শেষ করে। মায়াঙ্ক ১৫০, অক্ষর ৫২,ঋদ্ধিমান ২৭ রানে আউট হন। আজ টেস্টের দ্বিতীয় দিন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here