হৃদরোগে আক্রান্ত, হাসপাতালে সৌরভ

0

ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন, কলকাতা,২ জানুয়ারি : হাসপাতালে সৌরভ গাঙ্গুলি। আজ, শনিবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গলি। তাঁকে দক্ষিণ কলকাতার উডল‍্যান্ড নার্সিংহোমে ভর্তি করা হয়।সঙ্গে সঙ্গে তাঁকে আইসিইউ-তে ভর্তি করা হয়েছে। হাসপাতালে রয়েছেন স্ত্রী ডোনা সহ পরিবারের অন্যরা । দ্রুত আরোগ্য কামনা করে টুইট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । দিল্লি থেকে খবর নিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সৌরভের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল বলে জানিয়েছেন তাঁর দাদা স্নেহাশিস গাঙ্গুলি।

প্রত‍্যেক দিনের মতোই আজও সকালে বাড়িতে জিম করছিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক। জিম করার সময়ই হঠাৎ মাথা ঘুরে পড়ে যান তিনি । আচমকা ব্ল্যাক আউট হয়ে যায়। পরে উঠে দাঁড়িয়ে নিজেই পরিবারের চিকিৎসককে ফোন করেন সৌরভ। সব শুনে সেই চিকিৎসক সৌরভকে হাসপাতালে ভর্তি হতে বলেন। সময় নষ্ট না করে সঙ্গে সঙ্গে উডল‍্যান্ড নার্সিংহোমে ভর্তি করানো হয়। তাঁকে আইসিইউতে রাখা হলেও সৌরভের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানানো হয়েছে।
সৌরভের শারীরিক কোনও বড়-ছোটো সমস্যা না থাকায় কী ভাবে এমনটি হল, তা নিয়ে সামান্য হলেও চিন্তিত চিকিৎসকরা।
গাঙ্গুলি পরিবার সূত্রে জানানো হয়ে, গতকাল রাতেই বুকে সামান্য ব্যথা অনুভব করেছিলেন। তারপর সেই ব‍্যাথা কমেও যায়। কিন্তু আজ সকালে জিম করতে গিয়ে মাথা ঘুরে পড়ে যান।

সৌরভের ইসিজি-র পর দেখা যায় মৃদু কার্ডিয়াক হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ট্রপোনিন টি টেস্ট হবে সৌরভের। ড. সরোজ মণ্ডল, যিনি এসএসকেএমের কার্ডিওলজি হেড, তিনি ও তাঁর টিম সৌরভের চিকিৎসার দায়িত্বে রয়েছেন। জানা যাচ্ছে, মহারাজ আপাতত স্থিতিশীল। ডাক্তারদের সঙ্গে তিনি নিজেই কথা বলছেন। তবে ঠিক কী সমস্যা হয়েছে সেটা ট্রপোনিন টি ও অন্যান্য টেস্ট-এর পরই বিস্তারিত জানা যাবে। অ্যাঞ্জিওগ্রাফি হতে পারে তাঁর। স্ট্রেস-এর জন্য নাকি শরীরে আগে থেকে অন্য কোনও সমস্যা ছিল, তা খতিয়ে দেখতে একাধিক টেস্ট করা হতে পারে সৌরভের।

উডল্যান্ডসের ইমারজেন্সি অবজারভেশন ওয়ার্ডে চিকিৎসাধীন বিসিসিআই সভাপতি। প্রাথমিক পরীক্ষার পর চিকিত্কদের সন্দেহ, কার্ডিয়াক সিনকোপ হয়েছে সৌরভের। কারণ, শরীরচর্চা করার সময় আচমকা অজ্ঞান হয়ে গিয়েছিলেন তিনি। অনেকটা ব্ল্যাক আউট-এর মতো। টেম্পোরারি পেসমেকার লাগানোর চিন্তা-ভাবনা চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here