ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন, কলকাতা : সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ভারতের প্রাক্তন গোলরক্ষক প্রশান্ত ডোরা। তাঁকে সুস্থ করে বাড়ি ফেরাতে গেলে দরকার O+ রক্ত। “ইনসাইড স্পোর্টস”-এর এই প্রতিবেদন যারা পড়ছেন তাদের কাছে বিশেষ অনুরোধ, প্রশান্তর জন্য যদি কেউ O+ রক্তের ব্যবস্থা করতে পারেন তাহলে এই ফোন নম্বরে (9088021150/সৌমি ডোরা) যোগাযোগ করবেন। মনে রাখবেন প্রশান্তর প্রয়োজন O+ গ্রুপের রক্ত।
প্রশান্তর দাদা হেমন্ত ডোরার কাছে জানা গেল, গত আড়াই মাস আগে জ্বরে ভুগছিলেন মোহনবাগান, ইস্টবেঙ্গল, মহমেডানে খেলা প্রশান্ত। কিন্তু জ্বর না কমায় তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। পরে আমরিতেও ভর্তি করা হয়। কিন্তু প্রাথমিক অবস্থায় রোগটা ঠিক কি তা কোনও ডাক্তার ধরতে পারেনি। পরে দেখা যায় প্রশান্ত HLH রোগে আক্রান্ত। হেমন্ত ডোরা বলছিলেন, “ভাইয়ের প্লেট লেট ক্রমশ কমে যাচ্ছে। ডাক্তার বলছে রক্ত লাগবে। ভাই ভাল নেই। যদি কেউ O+ রক্ত দিয়ে সাহায্য করেন তাহলে ভাইকে সুস্থ করে বাড়ি নিয়ে যেতে পারবো।” প্রশান্তর স্ত্রী সৌমি ডোরা “ইনসাইড স্পোর্টস”কে বলছিলেন,”রক্ত লাগবে। পাশাপাশি প্রয়োজনীয় ঔষুধ যা দেওয়া হচ্ছে তা সব সময় রেসপন্স করছে না। সেটাও একটা বড় চিন্তার কারণ।”
এই মুহূর্তে টাটা মেডিক্যাল রিসার্চ সেন্টারে প্রশান্তর চিকিৎসা চলছে। তিন দিন আগেও জ্বরটা নিয়ন্ত্রণে থাকলেও আজ, শুক্রবার সকাল থেকে প্রচন্ড জ্বর। রাত আটটার পর জ্বর কমেছে। এই কঠিন পরিস্থিতিতে উদ্বিগ্ন গোটা ডোরা পরিবার। ভারতের প্রাক্তন গোলরক্ষক প্রশান্তর অসুস্থতার খবর পেয়ে O+ রক্তের ব্যবস্থা করছেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী মদন মিত্র। তিনি কথা দিয়েছেন যতটা রক্ত লাগে তার ব্যবস্থা করবেন।
উল্লেখ্য, বিখ্যাত গোলরক্ষক হেমন্ত ডোরার ভাই প্রশান্ত বাংলার হয়ে সন্তোষ ট্রফি খেলেছেন। মোহনবাগান, ইস্টবেঙ্গল, মহমেডান হয়ে জেসিটিতেও সুনামের সঙ্গে খেলেছেন। ১৯৯৯ সালে প্রথম ভারতীয় দলে সুযোগ পেয়েছিলেন প্রশান্ত। প্রি-অলিম্পিক কোয়ালিফাইং-এর ম্যাচে থাইল্যান্ডের বিরুদ্ধে তাঁর অভিষেক হয়। পরবর্তীকালে সাফ কাপ, সাফ গেমসেও দেশের হয়ে প্রতিনিধিত্ব করেন। খেলতে খেলতে প্রশান্ত রিজার্ভ ব্যাঙ্কে চাকরি পান। খেলা ছাড়ার পর ছোটদের নিয়েও কাজ করতে দেখা যায়।
“ইনসাইড স্পোর্টস-” এর পক্ষ থেকে ময়দানের সকল ক্রীড়াপ্রেমিদের কাছে আবেদন, সাধ্যমত সবাই O+ রক্ত দিয়ে প্রশান্তর পাশে থাকুন। আপনাদের সবার সাহায্য পেলে প্রশান্ত জীবন ফিরে পাবে।