ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন,২ এপ্রিল : হাসপাতালে ভর্তি ভারতীয় ক্রিকেটের প্রাক্তন অধিনায়ক শচীন তেন্ডুলকার। আজ, শুক্রবার সকালেই মুম্বইয়ের এক হাসপাতালে ভর্তি হতে হয়েছে তাঁকে। এমনটাই নিজে টুইট করে জানিয়েছেন শচীন।
বিশ্বকাপ জয়ের ১০ বছর পূর্তি দিন (২ এপ্রিল, ২০১১) হাসপাতালে ভর্তি হওয়ার পর শচীন টুইট করে বলেছেন,”প্রত্যেকের ভালবাসা ও প্রার্থনার জন্য আপনাদের ধন্যবাদ জানাই। চিকিৎসদের পরামর্শেই আমাকে হাসপাতালে ভর্তি হতে হল। আশা করছি কয়েক দিনের মধ্যেই বাড়ি ফিরে আসতে পারবো।”
উল্লেখ্য, কিছুদিন আগে বিশ্ব পথ সুরক্ষা সিরিজে খেলেছিলেন শচীন। তার কিছুদিন পর শারীরিক ভাবে অস্বস্থিবোধ করতে থাকেন। চিকিৎসকের কাছে গেলে তাকে করোনা টেস্ট করতে বলা হয়। গত ২৭ মার্চ করোনাভাইরাস পরীক্ষা করলে পজিটিভ রিপোর্ট আসে। বাড়িতে থেকেই শচীনের চিকিৎসা চলছিল। কিন্তু পাঁচ দিন পর ঝুঁকি না নেওয়ার পরামর্শ দিয়ে চিকিৎসকরা তাঁকে হাসপাতালে ভর্তি হতে বলেন। তাই কালবিলম্ব না করে হাসপাতালে ভর্তি হয়ে যান মাস্টার-ব্লাস্টার।
এদিকে তিনি বিশ্বকাপ জয়ের ১০ বছর পূর্তি উপলক্ষ্যে হাসপাতাল থেকেই টুইট করে সকল ভারতীয় ও বিশ্বকাপ জয়ী সতীর্থদের অভিনন্দন জানিয়েছেন শচীন।