হাবাসের পরিবর্তে বাগানে আসছেন জুয়ান ফেরান্দো

0

ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন,১৯ ডিসেম্বর : হাবাসের বদলি কোচ হিসেবে কার্যত জুয়ান ফেরান্দোকেই বেছে নিলেন এটিকে মোহনবাগান কর্তারা। এই প্রতিবেদন লেখা পযর্ন্ত ক্লাবের তরফ থেকে সরকারি ঘোষণা না হলেও মোহনবাগানের কোচ হিসেবে জুয়ান ফেরান্দো কার্যত চূড়ান্ত হয়ে গিয়েছে। কোচ জুয়ান গোয়া এফসির কোচ। গত বছর গোয়া কোচের দায়িত্ব নিয়ে আক্রমণাত্মক ফুটবল উপহার দিয়ে প্রশংসা পেয়েছিলেন স্পেনের জুয়ান। সূত্রের খবর, রবিবার বিকেলে গোয়া এফসি থেকে রিলিজ অর্ডার চেয়েছেন কোচ জুয়ান। অনিচ্ছুক ঘোড়াকে ধরে রাখতে চাননি গোয়া এফসির সভাপতি অক্ষয় ট‍্যান্ডন।

অক্ষয় ট‍্যান্ডনের টুইট

প্রসঙ্গত,অক্ষয় ট‍্যান্ডন হলেন গোয়া এফসির কর্ণধার। জুয়ান তাঁদের ছেড়ে এটিকে মোহনবাগানে চলে যাচ্ছেন তা অক্ষয় রবিবার দুপুরে টুইট করে ইঙ্গিত দিয়েছিলেন। তবে তিনি কিছুটা বিরক্ত। কারণ জুয়ান কোনও আলোচনার জায়গা না দিয়েই রিলিজ চেয়েছেন। পাশাপাশি কোচ জুয়ান এটিকে মোহনবাগানে যাচ্ছেন, সরকারি ভাবে ঘোষণার আগেই সোসাল মিডিয়ায় প্রকাশ হয়ে গেল।

জুয়ান ফেরান্দো

এটিকে মোহনবাগান সূত্রের খবর, জুয়ানকে পেয়ে গেলে ১৪ দিন কোয়ারন্টিনে থাকতে হবে না। তাছাড়া জুয়ান স্পেনের কোচ। বাগানে যে সাপোর্ট স্টাফ আছে সবাই স্পেনের। ফলে জুয়ান দলে যোগ দিলে কোনও সভস‍্যা হবে না। প্রসঙ্গত,গত বছর গোয়া এফসির কোচ হয়ে বুমোসকে এই জুয়ানই নিয়ে এসেছিলেন। এবার সেই বুমোস সহ বাগানের ফরোয়ার্ড লাইনকে আরও বেশি আক্রমণাত্মক করে তুললেও তুলতে পারেন জুয়ান ফেরান্দো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here