ভারত – ৪ (আনোয়ার, সুনীল,মনবীর, ইশান)
হংকং – ০
ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : এশিয়ান কাপের মূল পর্বে পৌঁছে গেল ভারতীয় ফুটবল দল। যদিও মঙ্গলবার যুবভারতী ক্রীড়াঙ্গনে হংকংয়ের বিরুদ্ধে মাঠে নামার আগে এশিয়ান কাপের মূল পর্বে পৌঁছে গিয়েছিল ভারত। কারণ,
এদিন প্যালেস্তাইন ৪-০ ব্যবধানে হারিয়ে দেয় ফিলিপিন্সকে। ফলে এশিয়ান কাপে ভারতের যোগ্যতা অর্জন নিশ্চিত হয়ে গিয়েছিল হংকং ম্যাচের আগেই। এই খবর পৌঁছে গিয়েছিল সুনীল ছেত্রীদের কাছেও। তাই এদিন মুক্ত মনে হংকংয়ের বিরুদ্ধে খেলতে নেমে ভারত ৪-০ গোলে জিতল। গোলদাতা আনোয়ার আলি, সুনীল ছেত্রী,মনবীর সিং এবং ইশান।
ফিফা র্যাঙ্কিংয়ে ভারতের থেকে অনেকটাই পিছিয়ে থাকা হংকংয়ের গতি ভাল থাকলেও, ভারতের আক্রমণাত্মক ফুটবলের কাছে অসহায় আত্মসমর্পণ করতে হল। ম্যাচের দু’মিনিটের মাথায় জটলার মধ্যে থেকে গোল করে ভারতকে এগিয়ে দেন আনোয়ার আলি। প্রথমার্ধ শেষ হওয়ার আগে সুনীল ছেত্রী গোল করে ভারতকে ২-০ গোলে এগিয়ে দেন। দ্বিতীয়ার্ধে মনবীর ও ইশান গোল করেন।
এদিন ম্যাচের প্রথমার্ধ থেকেই বৃষ্টি শুরু হয়। তবে ৯০ মিনিটের ম্যাচে ভারত প্রাধান্য নিয়ে খেলে গেল।