স্মৃতি শক্তি হারাচ্ছেন অসুস্থ মহম্মদ হাবিব

0

ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন,৩০ অক্টোবর : ভাল নেই মহম্মদ হাবিব। ভারতের এই প্রাক্তন ফুটবলার স্নায়ুর রোগে ভুগছেন। ক্রমশ স্মৃতি শক্তি হারিয়ে ফেলছেন। ফোন করলে ধরতে পারছেন না। ৬ মাস আগেও ফোনে আস্তে আস্তে কথা বলতেন। কথা জড়িয়ে যেত। এখন ফোনে কথা বলতে দেওয়া হলেও কথা অস্পষ্ট। হায়দরাবাদের বাড়িতেই শুয়ে থাকেন সাতের দশকের ডাকাবুকো ফাইটার ফুটবলার হাবিব।

অমলরাজ, আকবরের সঙ্গে হাবিব। হায়দরাবাদের বাড়িতে

দীর্ঘদিন ধরেই তিনি হৃদরোগে ভুগছেন। তার সঙ্গে যোগ হয়েছে স্নায়ুর রোগ। অনেক ঘটনা মনে করতে পারছেন না হাবিব। গত ২২ অক্টোবরের পর থেকে তাঁর শারীরিক অবস্থার একটু অবনতি হয়েছে। চিকিৎসা চলছে। হাবিবের অসুস্থতার খবর পৌঁছে গিয়েছে ইস্টবেঙ্গল ক্লাবে। হাবিবের চিকিৎসার জন্য ইস্টবেঙ্গল ক্লাব পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

১৯৬৬ সালে হায়দরাবাদ থেকে এসে প্রথম ইস্টবেঙ্গলে সই করেছিলেন হাবিব। পরবর্তীকালে মোহনবাগান,মহমেডান স্পোর্টিং ক্লাবেও খেলেছেন। তাঁর ফুটবল জীবনটাই কেটেছে বাংলায়। প্রায় ১৯ বছর বাংলায় ফুটবল খেলে গিয়েছেন। ওই সময় ভারতীয় দলে টানা ১১ বছর খেলেছেন। পরে হায়দরাদবাদে চলে গেলেও বাংলায় কোচিং করতে এসেছেন বহুবার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here