স্মিথের দুরন্ত শতরান, ওডিআই সিরিজ হারল ভারত

0

ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন, ২৯ নভেম্বর : স্টিভ স্মিথকে থামানো যাচ্ছে না। বিধ্বংসী স্মিথের কাছেই হার ভারতের। পর পর দুই ম‍্যাচে হেরে ওডিআই সিরিজ খোয়ালো ভারত। রবিবার অস্ট্রেলিয়া সিরিজের দ্বিতীয় ম‍্যাচে ৫১ রানে ভারতকে হারাল।

এদিন সিডনি গ্রাউন্ডে টসে জিতে প্রথমে ব‍্যাট করার সিদ্ধান্ত নেয় অজিরা। ব‍্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিলেন অজি ব‍্যাটসম‍্যানরা। ভারতীয় বোলারদের কার্যত ক্লাব স্তরে নামিয়ে এনেছিলেন ওয়ার্নার,স্মিথ,ফিঞ্চ,ম‍্যাক্সওয়েলরা। সব থেকে বেশি আক্রমণাত্মক ছিলেন স্মিথ। তিনি মাত্র ৬৪ বলে ১০৪ রান করেন। ফিঞ্চ ৬০(৬৯), ওয়ার্নার ৮৩(৭৭), ম‍্যাক্সওয়েল ৬৩(২৯) রান করেন। প্রথম ম্যাচের মতোই ওপেনিং জুটিতে দুরন্ত শুরু করেন দুই অজ়ি ওপেনার ফিঞ্চ ও ওয়ার্নার। দু’জনে ১৪২ রানের পার্টনারশিপ গড়ে তোলেন ৷ মূলত স্মিথের বিধ্বংসী ব্যাটিং ও ওপেনিং জুটির উপর ভর করে ৪ উইকেট হারিয়ে নির্ধারিত ৫০ ওভারে ৩৮৯ রান করে অস্ট্রেলিয়া। শামি, বুমরা ও হার্দিক একটি করে উইকেট নিয়েছেন।

জবাবে ভারত ব‍্যাট করতে নেমে ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৩৩৮ রান করে। ব্যাট করতে নেমে প্রথমে ভারত শিখর ধাওয়ান ও ময়ঙ্ক আগারওয়ালের উইকেট হারায়। ২৩ বলে ৩০ রান করে আউট হন ধাওয়ান। ভারতের ১০ ওভারের মাথায় চোট পেয়ে মাঠ ছাড়েন ডেভিড ওয়ার্নার। বিরাট কোহলির সঙ্গে পার্টনারশিপে ৯৩ রান তোলেন শ্রেয়াস আইয়ার। শ্রেয়াস ৩৬ বলে ৩৮ রান করেন। অধিনায়ক বিরাট কোহলি ৮৯(৮৭) ও কে এল রাহুল ৭৬(৬৬) রান করেন। আগামী বুধবার একদিনের সিরিজের শেষ ম‍্যাচে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও ভারত।
▪সংক্ষিপ্ত স্কোর ▪ অস্ট্রেলিয়া ৩৮৯/৪ (৫০ ওভার)
ভারত ৩৩৮/৯ (৫০ ওভার)
অস্ট্রেলিয়া ৫১ রানে জয়ী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here