স্বপ্নভঙ্গ মহমেডানের,আই লিগ চ‍্যাম্পিয়ন গোকুলম

0

ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : স্বপ্ন পূরণ হল না। প্রথমবার আই লিগ জয়ের সুযোগ পেয়েও ব‍্যর্থ হল মহমেডান স্পোর্টিং। শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে আই লিগ চ‍্যাম্পিয়ন নির্ধারণ ম‍্যাচে গোকুলাম ২-১ গোলে হারাল মহমেডান স্পোর্টিংকে। এদিন ম‍্যাচ জিতলেই প্রথমবার আই লিগ খেতাব জিতে ইতিহাস গড়ার সুযোগ ছিল মহমেডানের।

ম‍্যাচের প্রথম থেকেই দুই দলই গোলের সুযোগ পেয়েছিল।কিন্তু কোনও দলই প্রথমার্ধে গোল করতে পারেনি। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণ করতে থাকে গোকুলম। ৪৯ মিনিটে গোল করে গোকুলামকে এগিয়ে দেন রিশাধ। গোল হজম করেও গোল শোধ করতে মরিয়া হয়ে ওঠে মহমেডান। ৫৭ মিনিটে মার্কাস জোসেফের ফ্রিকিক আজহারউদ্দিন মল্লিকের শরীরে বল লেগে গোল হয়। ১-১ হওয়ার পর দুই দলই জিততে মরিয়া হয়ে ওঠে। ৬১ মিনিটে গোকুলমের এমিল বেনি জয়সূচক গোলটি করেন। এই নিয়ে পরপর দুই বছর আই লিগ চ‍্যাম্পিয়ন হল গোকুলম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here