◆অভিষেক ডালমিয়ার হাত থেকে লাইফটাইম অ্যাচিভমেন্ট পুরস্কার নিচ্ছেন দক্ষিণ দিনাজপুর জেলার দক্ষ ক্রীড়া সংগঠক গৌতম গোস্বামী। বুধবার কলকাতার ধনধান্যে অডিটোরিয়ামে◆
ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন :বৃহস্পতিবার (২২ জুন) থেকে কলকাতা শহরে শুরু হতে চলেছে ইন্টারন্যাশনাল স্পোর্টস ফিল্ম ফেস্টিভ্যাল। ভারতে প্রথম হতে চলেছে। তার একদিন আগে ‘ধনধান্যে’ অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে অভিনেতা পরমব্রত শুভ সূচনা করলেন। ২২ জুন থেকে ২৫ জুন পযর্ন্ত এই স্পোর্টস ফিল্ম ফেস্টিভ্যাল চলবে, নন্দন – ৩ প্রেক্ষাগৃহে।
নতুন সংস্থা সোসাল স্পোর্টস ফাউন্ডেশনের উদ্যোগে এই ফিল্ম ফেস্টিভ্যাল। যারা মাঠের সঙ্গে যুক্ত তারাই তৈরি করেছেন এই সোসাল স্পোর্টস ফাউন্ডেশন। পথ চলার শুরুটা প্রশংসনীয়। এই সংস্থা স্পোর্টস ফিল্ম ফেস্টিভ্যালের আসরে অভিনব উদ্যোগ নিয়েছেন সংস্থার কর্তারা (বিশ্বরূপ দে, জহর দাস, রঙ্গন মজুমদা)। জেলার কিছু ক্রীড়া সংগঠকদের লাইফটাইম অ্যাচিভমেন্ট সম্মান জানিয়ে জেলার ক্রীড়া জগতের সংগঠকদের উৎসাহিত করলেন ওঁরা। দক্ষিণ ২৪ পরগনা জেলার প্রবীন ক্রীড়া সংগঠক ইন্দ্রজিৎ চ্যাটার্জি লাইফটাইম অ্যাচিভমেন্ট পুরস্কার পেলেন। যিনি দীর্ঘদিন জেলায় খেলাধূলা নিয়ে কাজ করে গিয়েছেন।
লাইফটাইম অ্যাচিভমেন্ট পেলেন দক্ষিণ দিনাজপুরের দক্ষ ক্রীড়া সংগঠক গৌতম গোস্বামী। তিনি বরাবর বলে এসেছেন, “বাংলার খেলাধূলার উন্নতিতে শুধু কলকাতা কেন্দ্রিক হলে চলবে না। কলকাতার ক্রীড়া প্রশাসকদের উচিত সমস্ত জেলাকে গুরুত্ব দেওয়া। বাংলার খেলায় উন্নতি করতে হলে জেলাকে ব্রাত্য করে রাখা যাবে না।” গৌতম গোস্বামী সাম্প্রতিক কালে অবহেলিত জেলার খেলার জগতে মুখ হতে পেরেছেন নিজের যোগ্যতা দিয়েই। অনুষ্ঠানের শেষে সোসাল স্পোর্টস ফাউন্ডেশনের সভাপতি বিশ্বরূপ দে বলছিলেন,”ক্রীড়া সংগঠক হিসেবে গৌতমদা একটু আলাদা। আনপ্যারালাল। বছরের পর বছর ধরে কত ভাল কাজ করেছেন।”
একই সঙ্গে লাইফটাইম অ্যাচিভমেন্ট পুরস্কার পেলেন বালির প্রণব রায়,হাওড়ার দেবাশিস ব্যানার্জি, মাইনর স্পোর্টস নিয়ে থাকা মুর্শিদাবাদের জগন্ময় চক্রবর্তী , জলপাইগুড়ি জেলা ক্রীড়া সংস্থার সচিব কুমার দত্ত। লাইফটাইম অ্যাচিভমেন্ট পুরস্কার পেয়েছেন শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদের সচিব কুন্তল গোস্বামী। তবে তিনি ব্যস্ত থাকায় অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি।
সোসাল স্পোর্টস ফাউন্ডেশনের ঝকঝকে, সুন্দর, প্রশংসনীয় এই অনুষ্ঠানে কিছুটা হলেও বিতর্ক তৈরি হয়েছে। দুই জেলা কর্তাকে (তাদের নাম ও ছবি প্রকাশ করা গেল না) লাইফটাইম অ্যাচিভমেন্ট দেওয়া নিয়ে বিতর্কর দানা বেঁধেছে। কি এমন উল্লেখযোগ্য অ্যাচিভমেন্ট আছে, যে সেই দুই কর্তাকে লাইফটাইম অ্যাচিভমেন্ট দেওয়া হল? মুড়ি মিছড়ির এক দর হয়ে গেল না তো? প্রশ্ন ওঠা শুরু হয়েছে।
এই বিষয়ে সংস্থার সভাপতি ও কাউন্সিলর বিশ্বরূপ দে’কে প্রশ্ন করা হলে তিনি বলেন,”লাইফটাইম অ্যাচিভমেন্ট পুরস্কার দেওয়ার ব্যাপারে একটা কমিটি আছে। তাঁরা পুরস্কার প্রাপকদের কাজ খতিয়ে দেখেই প্রার্থী নির্বাচন করেছেন। এই পুরস্কার পাওয়ার তালিকায় যে দুই কর্তাকে নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে, তাঁদের নিশ্চয় কিছু অবদান আছে।”
এদিনের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইপিএল কাউন্সিল কমিটির অন্যতম সদস্য অভিষেক ডালমিয়া, বিওএ সভাপতি স্বপন ব্যানার্জি, রাজ্য টেবল টেনিস সংস্থার সচিব শর্মি সেনগুপ্ত,বিধায়ক দেবাশিস কুমার প্রমুখ। এদিন নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি স্পোর্টস ফিল্ম ফেস্টিভ্যালের নির্বাচিত ছবির কিছু অংশ দেখানো হয়। প্রসঙ্গত, এই ফিল্ম ফেস্টিভ্যালে ১২ টি সিনেমা দেখানো হবে বিনামূল্যে।