স্থিতিশীল ক্রিস্টিয়ান এরিকশন, বিশ্ব ফুটবলে স্বস্তি
ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : ভারতীয় সময় গভীর রাত পযর্ন্ত পাওয়া খবর, স্থিতিশীল আছেন ডেকমার্কের তারকা ফুটবলার ক্রিস্টিয়ান এরিকশন। হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে। তিনি কথা বলছেন বলে জানা গিয়েছে। তাঁর সুস্থতার খবরে ফুটবল বিশ্বে স্বস্তি।
শনিবার ইউরো কাপে মুখোমুখি হয়েছিল ডনমার্ক ও ফিনল্যান্ড।ম্যাচ চলাকালীন মাঠেই লুটিয়ে পড়েন এররিকশন। সঙ্গে সঙ্গে মাঠে থাকা ডাক্রারা চিকিৎসা করেন। স্টেচারে করে মাঠ ছাড়ার আগে মেডিক্যাল স্টাফরা মাঠেই মিনিট তাঁর চিকিৎসা করেন ৷ মাঠেই চেস্ট পাম্প করা হয় ৷ মুখে মুখ দিয়ে এয়ার সাকশন করা হয় ৷ এরপর হাসপাতালে নিয়ে যাওয়া হয় এরিকসনকে।
।