স্ত্রীদের সঙ্গে নিয়েই অস্ট্রেলিয়া যাবেন কোহলিরা!

0

স্ত্রীদের সঙ্গে করেই অস্ট্রেলিয়া যাবেন কোহলিরা!

ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : আইপিএল শেষ হতেই অস্ট্রেলিয়া সফর শুরু করবে ভারতীয় ক্রিকেট দল। তার আগে সোমবার তিন ফর্ম‍্যাট ক্রিকেটে চূড়ান্ত দল ঘোষনা করল বোর্ড।
তিনটি ওয়ানডে, তিনটি টি-টোয়েন্টি ও চারটি টেস্ট মিলিয়ে আড়াই মাসের সিরিজ। ওয়ানডে দিয়ে শুরু হবে সিরিজ।
▪প্রথম ওয়ানডে ২৭ নভেম্বর (সিডনি)
▪দ্বিতীয় ওয়ানডে ২৯ নভেম্বর (সিডনি)
▪তৃতীয় ওয়ানডে ১ ডিসেম্বর (ওভাল)

▪প্রথম টি-টোয়েন্টি ৪ ডিসেম্বর (মানুক ওভাল)
▪দ্বিতীয় টি-টোয়েন্টি ৬ ডিসেম্বর (সিডনি)
▪তৃতীয় টি-টোয়েন্টি ৮ ডিসেম্বর (সিডনি)
▪প্রথম টেস্ট ১৭-২১ ডিসেম্বর (অ‍্যাডিললেড)
▪দ্বিতীয় টেস্ট ২৬-৩০ ডিসেম্বর (মেলবোর্ন)
▪তৃতীয় টেস্ট ৭-১১ জানুয়ারি (সিডনি)
▪চতুর্থ টেস্ট ১৫-১৯ জানুয়ারি (ব্রিসবেন)

এতদিনের লম্বা সফর তাই, বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি চান ক্রিকেটাররা স্ত্রীদের সঙ্গে করে অস্ট্রেলিয়া যান। ক্রিকেটারদের স্ত্রীদের থাকার ব‍্যবস্থা করার আবেদন করেছে ভারতীয় বোর্ড। ইতিমধ‍্যে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের কাছে এই বিষয়ে আবেদন করেছেন সৌরভ। অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডও বিষয়টি বিবেচনা করে দেখছে।
এদিকে, মেলবোর্নে বক্সিং ডে টেস্টের সময় মাঠে যাতে দর্শক উপস্থিত থাকতে পারে সেই ব‍্যবস্থা করছেন ভিক্টোরিয়া রাজ‍্যের প্রধান ড‍্যানিয়েল অ‍্যান্ড্রুজ। তিনি বলেছেন, এই মুহূর্তে মাঠে দর্শক প্রবেশে নিষেধাজ্ঞা আছে। কিন্তু বক্সিং ডে টেস্ট শুরু হতে এখনও দুমাসেরও বেশি বাকি আছে। তিনি আশাবাদী।
ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্বাচকরা অস্ট্রেলিয়া সফরের জন‍্য যে দল ঘোষনা করেছেন তাতে রোহিত শর্মাকে রাখেননি। হ‍্যামস্ট্রিংয়ে চোট থাকায় পুরো অস্ট্রেলিয়া সফর থেকেই রোহিতকে বাদ দেওয়া হয়েছে। একই সঙ্গে টি-টোয়েনটি ও ওয়ানডে দল থেকে বাদ পড়েছেন ঋষভ পন্থ। ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের জন্য ভারতীয় দলের সহ অধিনায়ক নির্বাচিত হয়েছেন লোকেশ রাহুল ৷ এবং টেস্টে সহ অধিনায়কের দায়িত্ব থাকছে অজিঙ্কা রাহানের হাতেই। ১৬ সদস্যের টি-টোয়েন্টি দল নির্বাচন করেছেন নির্বাচকরা ৷ দলে বড় চমক বরুণ চক্রবর্তী।

▪টি-টোয়েন্টি দল▪
বিরাট কোহলি ( অধিনায়ক ), শিখর ধাওয়ান, ময়ঙ্ক আগরওয়াল, লোকেশ রাহুল ( সহ অধিনায়ক ও উইকেট রক্ষক), শ্রেয়স আইয়ার, মণীশ পাণ্ডে, হার্দিক পান্ডিয়া, সঞ্জু স্যামসন (উইকেট রক্ষক), রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, যুজবেন্দ্র চহাল, জসপ্রীত বুমরা, মহম্মদ শামি, নভদীপ সাইনি, দীপক চাহার ও বরুণ চক্রবর্তী ৷

▪ওয়ানডে দল▪
বিরাট কোহলি ( অধিনায়ক), শিখর ধাওয়ান, শুভমন গিল, লোকেশ রাহুল( সহ অধিনায়ক ও উইকেট রক্ষক), শ্রেয়স আইয়ার, মণীশ পাণ্ডে, হার্দিক পান্ডিয়া, ময়ঙ্ক আগরওয়াল, রবীন্দ্র জাদেজা, যুজবেন্দ্র চহাল, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরা, মহম্মদ শামি, নভদীপ সাইনি ও শার্দুল ঠাকুর ৷

▪টেস্ট দল▪
বিরাট কোহলি (অধিনায়ক), ময়ঙ্ক আগরওয়াল, পৃথ্বী শ, লোকেশ রাহুল, চেতেশ্বর পুজারা, অজিঙ্কা রাহানে (সহ অধিনায়ক), হনুমা বিহারী, শুভমন গিল, ঋদ্ধিমান সাহা (উইকেট রক্ষক), ঋষভ পন্থ, জসপ্রীত বুমরা, মহম্মদ শামি, উমেশ যাদব, নভদীপ সাইনি, কুলদীপ যাদব, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন ও মহম্মদ সিরাজ৷
এছাড়া কমলেশ নাগরকোটি, কার্তিক ত্যাগী, ঈশান পোড়েল ও টি নটরাজন ভারতীয় দলের সঙ্গে অতিরিক্ত বোলার হিসেবে অস্ট্রেলিয়া সফরে যাবে ৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here