সৌরভ গাঙ্গুলির সহায়তায় বালুরঘাটে বিনামূল‍্যে অক্সিজেন পরিষেবা

0

ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন,৩১ মে : দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের প্রতি টান এখনও আগের মতোই আছে সৌরভ গাঙ্গুলির। বিসিসিআই প্রেসিডেন্ট হওয়ার পর এই বালুরঘাটেই প্রথম রনজি ম‍্যাচ দিয়েছিলেন সৌরভ। তারও আগে,২০১৭ সালে বালুরঘাট স্টেডিয়ামে নিজের মূর্তি উন্মোচনের অনুষ্ঠানে হাজির ছিলেন মহারাজ। ভারতের সর্বকালের অন‍্যতম সেরা অধিনায়ক সৌরভের সঙ্গে বালুরঘাটের সম্পর্ক গড়ে ওঠার আসল মানুষটি হলেন দক্ষ ক্রীড়া প্রশাসক গৌতম গোস্বামী।

দক্ষিণ দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার দীর্ঘ ২৩ বছর সচিব ছিলেন গৌতমবাবু। তিনি যখন ওয়েস্ট বেঙ্গল ডিসট্রিক্ট স্পোর্টস ফেডারেশনের সভাপতি ছিলেন তখন তার উদ‍্যোগেই সৌরভ গাঙ্গুলি এনে দিয়েছিলেন মোটা টাকার স্পনসর। সিএবির অ‍্যাপেক্স কাউন্সিলের বর্তমান সদস‍্য গৌতম গোস্বামীর উদ‍্যোগে ফের বালুরঘাটের পাশে দাঁড়ালেন সৌরভ।

মহারাজের নিজের “সৌরভ গাঙ্গুলি ফাউন্ডেশন” বালুরঘাটে দুটি অক্সিজেন কনসেনট্রেটর পৌঁছে দিয়েছে। আর এই করোনা দাপটে এলাকায় সাধারণ মানুষের পাশে দাঁড়াতে বদ্ধপরিকর “সৌরভ গাঙ্গুলি ফাউন্ডেশন”। এই সংস্থার অন‍্যতম সদস‍্য গৌতম গোস্বামী। গতকাল, রবিবার সন্ধ‍্যায় এক জরুরি বৈঠক করে একটি কমিটি তৈরি করা হয়েছে। সেই বৈঠকে স্বতঃস্ফূর্তভাবে যোগ দিয়েছেন বালুরঘাটের প্রাক্তন ফুটবলার থেকে সমাজসেবী,ব‍্যবসায়ীরা। কোনও রাজনৈতিক মঞ্চ নয়, বালুরঘাটের সব মহলের ব‍্যক্তিত্বদের নিয়েই “সৌরভ গাঙ্গুলি ফাউন্ডেশন”-কে সামনে রেখেই অসহায় মানুষের পাশে দাঁড়ানোর কাজ শুরু হয়ে গেল।

বালুরঘাটে বিনামূল্যে অক্সিজেন পরিষেবা দেওয়া হবে। এছাড়াও অ‍্যাম্বুলেন্স পরিষেবার ব‍্যবস্থাও থাকছে বিনামুল্যে। আপাতত বালুরঘাটের ১২ কিলোমিটারের মধ‍্যে বিনামূল‍্যে অ‍্যাম্বুলেন্সের পরিষেবা দেওয়ার জন‍্য এগিয়ে এসেছেন একদা কলকাতা ময়দানে খেলে যাওয়া গোলরক্ষক বালুরঘাটের শিবেন লাহা। শববাহী গাড়ির ব‍্যবস্থা করছেন বালুরঘাটের ব‍্যবসায়ী মিন্টু সাহা। সবটাই বিনামূল‍্যে এই পরিষেবা পাওয়া যাবে।
রবিবার, “সৌরভ গাঙ্গুলি ফাউন্ডেশন”-এর বালুরঘাট শাখার কমিটি মেম্বাররা এক একজন এক একটা এলাকায় এই পরিষেবার দায়িত্ব ভাগ করে নিয়েছেন। এই করোনা সঙ্কট কালে এলাকা ভিত্তিক পরিষেবা পেতে হলে “সৌরভ গাঙ্গুলি ফাউন্ডেশন” (বালুরঘাট)-এর সঙ্গে যোগাযোগ করতে পারেন নিম্নলিখিত ব‍্যক্তিদের সঙ্গে।

◆ মিন্টু সাহা পতিরাম ৯৪৩৪১৩০৭৬৫
◆ গৌতম গোস্বামী, বালুরঘাট -৯৭৩৩৩৬০০০০
◆ বিজয় বাসফোর -হাসপাতাল মোড় ৯৪৩৪৯৬৪৩৯৪/৯৭৩৫৫৮০০০৩
◆ বিদুৎ রায়, হাসপাতাল মোড় – ৯৪৩৪১৮৭৭২৪/
◆ শিবেন লাহা – রঘুনাথপুর -৯৪৩৪০৩৫০৮৪/৯৭৭৫৯৯২৯২৯
◆ অমিত ঘোষ ( বাবুসোনা) উওমাশা থেকে কলেজ মোড়
৮০১৬১৮৭৪৭৪/৮৬১৭৬৪৪১২২
◆ তনয় বিশ্বাষ, উওমাশা পাড়া
৯৮০০৯৬৫৫৯৬
◆ অরিন্দম ঘোষ (লেবু) বঙ্গী থেকে মঙ্গলপুর -৯৪৭৫১১৭১১৪/৭০০১০৪৬৪৭৪
◆ উওম দাস, শহর বাজার, কচিকলা পাড়া – ৯৪৩৪১৪৪৯৪৪/
◆ শিবাজী আগ্রয়াল – ৭৫৮৬০২৯৩৯৪/৯৯৩২৮৪৮৭৩৮
◆ রাজু মহন্ত (টিকু) সাধনা মোড় থেকে খাদিমপুর গালস’- ৭০০১৩৮৯১৮৯
◆ অরিন্দম চন্দ (বিনু), সাহেব কাছাড়ী সহ গ্রামীন বালুরঘাট -৯৪৩৪৫১২৮৭৫
◆ কিশোর সাহা (বাপ্পা)৯৪৩৪৯৬৮১৩৯/৯১২৬০২৪৪৮৯
◆ জয়ব্রত দে – চক্ভৃগু- ৭৩৮৪৯৯৩৫৯৪
*অস্কিজেন ম্যাসেনজার *
◆ অজয় দাস – ৭৩৮৪১৯১৭৩৬/৬২৯৪০৪৩৮৯৩

“সৌরভ গাঙ্গুলি ফাউন্ডেশন”-এর অন‍্যতম সদস‍্য গৌতম গোস্বামী ‘ইনসাইড স্পোর্টস’কে জানান,”বালুরঘাটের জন‍্য সৌরভ সব সময় পাশে থাকে। এই করোনার সময়ে অক্সিজেন কনসেন্ট্রেটর পাঠিয়ে খুব উপকার করেছেন। সৌরভকে ধন‍্যবাদ দিয়ে ছোট করতে চাইনা। পাশাপাশি আমাদের বালুরঘাটের বিভিন্ন মহলের বিশিষ্ঠ ব‍্যক্তিরা এই পরিষেবায় যে ভাবে সাহায‍্য করতে এগিয়ে এসেছেন তা কোনও প্রশংসা যথেষ্ট নয়। অতিমারি করোনার দাপটে সকলের পাশে থাকাটাই আমাদের কাছে বড় চ‍্যালেঞ্জ। আমরা সবাই সাধ‍্যমত পরিষেবা দেওয়ার চেষ্টা করব।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here