◆জোড়া গোলদাতা সৌরভ সব্বার◆
ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : ২০১৯ সালে ৭৮ বছরের কালিঘাট এম,এস (মিলন সঙ্ঘ) প্রিমিয়ার ‘এ’ থেকে নেমে গিয়েছিল ‘বি’ গ্রূপে। তারপর করোনার জন্য দুই বছর লিগ হয়নি। এবার লিগ শুরু হতেই প্রিমিয়ারের ‘এ’ তে ওঠার লক্ষ্য নিয়ে দল করেছে কালিঘাট এম,এস। আইএফএ-এর বর্তমান সভাপতি অজিত ব্যানার্জি এই কালিঘাট মিলন সঙ্ঘের প্রধান কর্তা। কালিঘাট মিলন সঙ্ঘর প্রতিষ্ঠা হয়েছিল ১৯৪৪ সালে। আর অজিতবাবু ১৯৭০ সাল থেকে এই ক্লাবের সঙ্গে (প্রায় ৫২ বছর) সক্রিয়ভাবে যুক্ত। এই বছর দল গড়ার ক্ষেত্রে কোচ ইন্দ্রজিৎ মিত্র, ক্লাবের সিইও পার্থ বিশ্বাসকে সম্পূর্ণ স্বাধীনতা দিয়েছেন অজিত ব্যানার্জি। প্রিমিয়ার ‘বি’তে খেলা কালিঘাট এম,এস (মিলন সঙ্ঘ) – চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে।
এবারের প্রথম ম্যাচে ড্র করলেও শনিবার দাপটের সঙ্গে খেলে জয়ে ফিরল কালিঘাট এম এস। এদিন, প্রিমিয়ার ‘বি’গ্রুপের খেলায় বারাকপুরের মাঠে শক্তিশালী পাঠচক্রকে ৩-১ গোলে হারাল কালিঘাট এমএস। দলের হয়ে দুটি গোল করেছেন সৌরভ সব্বার ও অসিত হেমব্রম। পাঠচক্রের একমাত্র গোলদাতা সোমনাথ দে। পাঠচক্র দলটিও বেশ পুরনো ক্লাব। ইউনাইটেড স্পোর্টস ক্লাবের দুই কর্তা আলোকেশ কুন্ডু ও নবাব ভট্টাচার্যের এই পাঠচক্র এবার ‘মামনি ও আশিয়ানা গ্রুপ’কে স্পনসর হিসেবে পেয়ে বেশ ভাল দল গড়েছেন। প্রথম ম্যাচে তারা জিতলেও দ্বিতীয় ম্যাচে হারতে হল।
এদিন প্রিমিয়ার ‘বি’ গ্রুপের আরও তিনটি ম্যাচ ছিল। শতাব্দী প্রাচীন ক্লাব উয়াড়ী হেরে গেল। কল্যানীতে উয়াড়ী ০-২ গোলে হারল পুলিশ অ্যাথলেটিক ক্লাবের কাছে। প্রথম ম্যাচে ভাল খেলেও ড্র করলেও এদিন উয়াড়ী হতশ্রী ফুটবল খেলেছে। পুলিশ অ্যাথলেটিক ক্লাবের হয়ে গোল করেছেন সেখ সোহেল ও তন্ময় দাস। চুঁচুড়ার মাঠে ইস্টার্ন রেল ও রেইনবো ম্যাচ গোলশূন্য ভাবে শেষ হয়েছে। অপর ম্যাচে সোমনাথ সর্দারের করা গোলে এফসিআই ১-০ গোলে হারাল ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসিকে।
এদিন, প্রথম ডিভিশনের ৬টি ম্যাচ ছিল। এদিন তালতলা একতাকে ২-০ গোলে হারাল মতুয়া মিলন বীথিকে। এই বছর প্রাক্তন ফুটবলার গৌতম ঠাকুরের উদ্যোগে মতুয়া সম্প্রদায় কলকাতা লিগ খেলছে। গোয়ান অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল ছাড়াও তারা মিলন বীথি ক্লাবের সঙ্গে গাঁটছড়া বেঁধে কলকাতা লিগে আত্মপ্রকাশ করেছেন মতুয়ারা। এদিন মতুয়া মিলন বীথির হয়ে গোল করেছেন সাহেব বাউরি ও বীরেন্দ্র সোরেন।
মহমেডান এসি বড় ব্যবধানে জিতল। তারা ৩-০ গোলে হারাল সেইলকে। মহমেডান এসির তিন গোলদাতা রাকেশ খান, মহম্মদ সরফরাজ ও লিসান লিম্বু। ক্যালকাটা পুলিশ ক্লাব ১-০ গোলে হারাল মেসারার্সকে। গোলদাতা সুনীল মান্ডি। সম্রাট মালের গোলে ডালহৌসী অ্যথলেটিক ক্লাব ১-০ গোলে হারাল সুবার্বান ক্লাবকে।
ইয়ং কর্ণার ও ক্যালকাটা ফুটবল ক্লাব ম্যাচ ১-১ গোলে শেষ হয়েছে। ইয়ং কর্ণারের গোলদাতা বাবাই দত্ত ও ক্যালকাটা ফুটবল ক্লাবের হয়ে গোল করেছেন দীপেন্দু বিশ্বাস। এদিকে এখনও জয়ের মুখ দেখল না শ্রীভূমি ফুটবল ক্লাব। প্রথম ম্যাচে হারেয পর এদিন চাঁদনি স্পোর্টিংয়ের সঙ্গে ১-১ ড্র করল। শ্রীভূমি গোলদাতা সঞ্জয় ওঁরাও এবং চাঁদনির গোলদাতা বিজয় দাস।