সৌরভের সাহায্যে ম‍্যান ইউকে ধরার চেষ্টা ইস্টবেঙ্গলের

0

ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : বাংলাদেশের বসুন্ধরা গ্রুপের সঙ্গে গাঁটছড়া বাঁধা হচ্ছে না ইস্টবেঙ্গলের। তবু হাল ছাড়েননি ইস্টবেঙ্গল কর্তারা। তাঁরা সৌরভ গাঙ্গুলির হাত ধরে ইংল‍্যান্ডের প্রাচীন ক্লাব ম‍্যাঞ্চেস্টার ইউনাইটেডের সঙ্গে গাঁটছড়া বাধার চেষ্টায়।

কদিন ধরে সোসাল মিডিয়ায় ঘুরছিল এই খবর। মঙ্গলবার এক অনুষ্ঠানে এসে এই ব‍্যাপারে খোদ মুখ খুললেন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি। তিনি জানান, “আমরা ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের সঙ্গে কথা বলেছি। কথাবার্তা অনেকটাই এগিয়েছে। তবে চূড়ান্ত কিছুই হয়নি। বলার মতো সময় আসেনি। দেখা যাক সম্ভব কি না। আগামী ১০-১২ দিনের মধ্যেই সবটা পরিষ্কার হয়ে যাবে।” পাশাপাপাশি তিনি বলেন, ম‍্যাঞ্চেস্টার ইউনাইটেড ছাড়াও অন্যান্য বিনিয়োগকারীর সঙ্গেও কথা হচ্ছে। ম‍্যাঞ্চেস্টা ইউনাইটেড কি ইনভেস্টর হিসেবে আসতে চলেছে? প্রশ্নের উত্তরে সৌরভ বলেন, ইনভেস্টর নয়, মালিক হিসেবেই আসতে পারে ইপিএলের এই ক্লাবটি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here