ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : বুধবার বিকেলে সৌরভ গাঙ্গুলির টুইট ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। তাহলে কি সৌরভ ক্রিকেটকে বিদায় জানিয়ে দিচ্ছেন? বুধবার বিকেলে টুইট করে সৌরভ ঠিক কি লিখেছিলেন? বাংলায় অনুবাদ করলে যেটা দাঁড়াচ্ছে- “১৯৯২ সালে ক্রিকেটের সঙ্গে আমার যাত্রা শুরু হয়। ২০২২ সালে এই যাত্রা ৩০ বছরে পড়েছে। ক্রিকেট আমাকে অনেক কিছু দিয়েছে। সবচেয়ে বড় কথা, এটা আমাকে আপনাদের সকলের সমর্থন দিয়েছে। আমি প্রত্যেককে একক ব্যক্তিকে ধন্যবাদ জানাতে চাই, যারা এই যাত্রায় অংশ নিয়েছেন, আমাকে সমর্থন করেছেন এবং আমি আজ যেখানে আছি সেখানে পৌঁছাতে সাহায্য করেছেন। আজ, আমি এমন কিছু শুরু করার পরিকল্পনা করছি যা আমি মনে করি সম্ভবত অনেক মানুষকে সাহায্য করবে। আমি আমার জীবনের এই অধ্যায়ে প্রবেশ করার সঙ্গে সঙ্গে আশা করি আপনি, আপনার সমর্থন অব্যাহত রাখবেন।”
![](https://insidesports.in/wp-content/uploads/2022/06/IMG_20220525_225144-1024x485.jpg)
সৌরভের এমন টুইটের ফলে সাধারণের একটাই ধারণা তৈরি হয় যে তিনি রাজনীতিতে আসছেন। কারণ মে মাসের শুরুর দিকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সৌরভের বাড়িতে নৈশভোজে উপস্থিত ছিলেন। তখন গুঞ্জন শোনা গিয়েছিল,সৌরভ অথবা তাঁর স্ত্রী ডোনা বিজেপির হয়ে রাজ্য সভায় যাচ্ছেন। এদিন সৌরভের এই টুইটে যেন তারই একটা ইঙ্গিত ছিল। ততক্ষনে ভারতীয় ক্রিকেট মহলে ছড়িয়ে পড়েছে বিসিসিআই সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন সৌরভ। এমন গুঞ্জনকে খন্ডন করতে বোর্ড সচিব জয় শাহ সর্বভারতীয় সংবাদ সংস্থা ‘এএন আই’কে জয় শাহ পরিস্কার জানিয়ে দেন,সৌরভ বোর্ড সভাপতির পদ থেকে পদত্যাগ করেননি। তবু ক্রীড়াপ্রেমীদের কৌতুহল কিছুতেই যেন শেষ হচ্ছিল না।
![](https://insidesports.in/wp-content/uploads/2022/06/IMG_20220601_223244-695x1024.jpg)
পরে সন্ধ্যায় সৌরভ নিজেই সংবাদ মাধ্যমের কাছে বলেন,”একটা বিশ্ব ব্যাপী শিক্ষা প্রতিষ্ঠান অ্যাপ লঞ্চ করতে চলেছি। এখানে অন্য কোনও সম্পর্ক নেই। পদত্যাগের কোনও ব্যাপার নেই। ছোট ছোট ব্যাপারে এমন হতে পারে,আমি অবাক হয়ে গিয়েছি। পরে সব বলব।”