সৌরভকে দিয়ে সেরা খেলোয়াড়দের পুরস্কৃত করল ক্রীড়া সাংবাদিক ক্লাব

0

◆স্কোয়াসের তারকা সৌরভ ঘোষালকে পুরস্কৃত করছেন সৌরভ গাঙ্গুলি,বুধবার কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাব তাঁবুতে◆

ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : নব রূপে কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাব (CSJC)। একই সঙ্গে প্রতি বছরের মতো এবারও ক্রীড়া জগতের বছরের সেরা খেলোয়াড়দের পুরস্কৃত করল কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাব।

বুধবার বিকেলের এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতীয় ক্রিকেটের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি ও ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। এছাড়াও উপস্থিত ছিলেন মোহনবাগান সচিব দেবাশিস দত্ত,ইস্টবেঙ্গলের কর্তা দেবব্রত সরকার ও শান্তিরঞ্জন দাশগুপ্ত। ছিলেন মহমেডানের ফুটবল সচিব দীপেন্দু বিশ্বাস ও আইএফএ সচিব অনির্বান দত্ত,বিওএ সচিব জহর দাস।

পুরস্কৃত হওয়ার পর সৌরভ ও ক্রীড়ামন্ত্রীর সঙ্গে সেরা ভলিবল খেলোয়াড় উমর ফারুক হালদার

এদিন যারা বর্ষ সেরা খেলোয়াড়ের পুরস্কৃত হলেন তাঁরা হলেন –

◆ সেরা খেলোয়াড় (স্কোয়াস) -সৌরভ ঘোষাল
◆ সেরা ভারোত্তোলক – অচিন্ত শিউলি
◆সেরা ক্রিকেটার – মনোজ তিওয়ারি
◆সেরা ফুটবলার – সৌভিক চক্রবর্তী
◆ সেরা অ‍্যাথলিট – আলমাস কবীর
◆সেরা টিটি খেলোয়াড় – সুতীর্থা মুখার্জি
◆ সেরা সাঁতারু -নীলব্জা ঘোষ
◆ সেরা সাইক্লিস্ট – ত্রিয়াশা পাল
◆ সেরা জিমন‍্যাস্ট – প্রণতী নায়েক
◆ সেরা ভলিবল খেলোয়াড় – উমর ফারুক হালদার
◆ সেরা শ‍্যুটার – মেহুলি ঘোষ
◆ সেরা দাবাড়ু – মিত্রাভ গুহ

◆ বিশেষ পুরস্কার (প্রতিশ্রুতিমান /শ‍্যুটিং) – আদ্রিয়ান কর্মকার

এদিন, কৃতি খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেওয়ার আগে সৌরভ বলেন,”আমার যখন ১৫-১৬ বছর বয়স তখন এই কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাব আমাকে বর্ষ সেরার পুরস্কার দিয়েছিল। এই ক্লাব তাঁবুতে এসে পুরস্কার নিয়েছিলাম। আজ অতীতকে মনে করাল। প্রতি বছর সেরাদের পুরস্কৃত করে এই ক্লাব। যে কোনও পুরস্কার একজন খেলোয়াড়কে ভাল খেলতে অনুপ্রাণিত করে। প্রতি বছর এমন উদ‍্যোগ নিয়ে সেরা খেলোয়াড়দের পুরস্কৃত করার জন‍্য কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবকে ধন‍্যবাদ জানাই।”

সেরাদের সঙ্গে সৌরভ ও ক্রীড়ামন্ত্রী

এদিন, নতুন করে সংস্কার হওয়া কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবের ফিতে কেটে উদ্বোধন করেন সৌরভ গাঙ্গুলি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here