সৌম‍্যদীপের বিরুদ্ধে ম‍্যাচ গড়াপেটার অভিযোগ মনিকার!

0

ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : বিস্ফোরক ভারতের টেবল টেনিস খেলোয়াড় মনিকা বাত্রা। টিটিএফআইয়ের শোকজের জবাব দিতে গিয়ে বোমা ফাটালেন মনিকা। বাংলার প্রাক্তন টেবিল টেনিস তারকা তথা কোচ সৌম্যদীপ রায়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন মণিকা বাত্রা ৷ গত মার্চ মাসে দোহায় অলিম্পিক যোগ্যতা অর্জন পর্যায়ের প্রতিযোগিতায় কোচ সৌম্যদীপ রায় তাঁকে ম্যাচ ছাড়ার প্রস্তাব দিয়েছিলেন। মনিকার অভিযোগ, যাকে ম‍্যাচ ছাড়তে বলা হয়েছিল তিনি সোম‍্যদীপের ছাত্রী। প্রসঙ্গত, সেই প্রতিযোগিতায় যার জন‍্য ম‍্যাচ ছাড়তে বলা হয়েছিল তিনি হলেন সুতীর্থা মুখার্জি। দেশের কথা না ভেবে আগে নিজের ছাত্রীর কথা ভেবেছেন সোম‍্যদীপ। ম‍্যাচ ছাড়া মানে ম‍্যাচ গড়াপেটার সমান। কোচ সোম‍্যদীপের এহেন আচরণে বিরক্ত হয়েছিলেন মনিকা। তাই টোকিও অলিম্পিকের আসরে সৌম্যদীপকে কোচ হিসেবে মানতে পারেননি তিনি। অলিম্পিক সিঙ্গলসের ম্যাচের সময় সৌম্যদীপের সাহায্য নিতে অস্বীকার করেছিলেন মণিকা।

মনিকা শোকজের উত্তরে বলেছেন, “২০২১ সালের মার্চ মাসে দোহাতে টোকিয়ো অলিম্পিকসের যোগ্যতা অর্জনের ম্যাচে সৌম্যদীপ রায় তাঁর ছাত্রী সুতীর্থা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে আমাকে ম্যাচ ছাড়তে বলেছিলেন। হোটেলের ঘরে এসে প্রায় কুড়ি মিনিট কথা বলেছিল। তার সব প্রমাণও আমার কাছে আছে। প্রয়োজন হলেই কর্তৃপক্ষের সামনে পেশ করব।” মণিকার এই অভিযোগের ভিত্তিতে সৌম্যদীপকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি। সুতীর্থা মুখার্জিও এই বিষয়ে কোনও উত্তর দিচ্ছেন না।

সুতীর্থার সঙ্গে কোচ সৌম‍্যদীপ রায়

প্রসঙ্গত, অলিম্পিকে মনিকার ইভেন্ট শেষ হওয়ার পরই জাতীয় কোচকে অমান্য করার জন্য মণিকাকে শোকজ নোটিশ ধরিয়েছিল টেবিল টেনিস ফেডারেশন। সেই শোকজের জবাব দিতে গিয়ে বোমা ফাটিয়েছেন মনিকা। বিশ্বের ৫৬ নম্বর প্যাডলারের শোকজের এই উত্তর পেয়ে স্তম্ভিত টিটিএফআইয়ের কর্তারা।

টেবিল টেনিস ফেডারেশনের সচিব অরুণ বন্দ্যোপাধ‍্যায় জানান, মনিকা বাত্রার উত্তর তাঁরা পেয়েছেন। যে অভিযোগ করা হয়েছে তা নিয়ে জানতে চাওয়া হয়েছে কোচ সোম‍্যদীপের কাছেও। জবাব পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ করবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here