সৌম‍্যজিতের হ‍্যাটট্রিক,ইউনাইটেডকে ৫ গোল দিল YMSA

0

◆ম‍্যাচ জেতার পর গোলদাতাদের সঙ্গে অমিত ভদ্র,সোমবার হাইকোর্ট মাঠে◆

ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : দুরন্ত ছন্দে আছে সোনারপুর YMSA ফুটবল দল। সোমবার হাইকোর্ট মাঠে কলকাতা লিগের তৃতীয় ডিভিশনের ম‍্যাচে বড় ব‍্যবধানে জিতল YMSA দল। এদিন ওয়েষ্ট বেঙ্গল ইউনাইটেড ক্লাবকে ৫-০ গোলে হারাল YMSA দল। সৌম‍্যজিত তরফদার হ‍্যাটট্রিক করেছেন। সুকান্ত নস্কর ও বলরাম রায় একটি করে গোল করেছেন।

এই নিয়ে পরপর তিন ম‍্যাচ জিতে ভাল জায়গায় অমিত ভদ্র,প্রতাপ ঘোষদের YMSA দল। এদিনও ম‍্যাচের শুরু থেকেই মাঠে ছিলেন ভারতের দুই প্রাক্তন অমিত ভদ্র ও প্রতাপ ঘোষ। এবছর দ্বিতীয় ডিভিশনে ওঠার লক্ষ‍্য নিয়ে দল গড়েছে। শুরুটা চমৎকার হলেও সতর্ক অমিত ভদ্র। তিনি বলছিলেন,”এখনও অনেক ম‍্যাচ বাকি আছে। তিনটি ম‍্যাচ জিতেছি। তবে আত্মতুষ্টির জায়গা নেই। ধাপে ধাপে এগোতে হবে। আমরা শুধু এখন পরের ম‍্যাচ নিয়েই ভাবছি।”

সোনারপুর YMSA দল

এদিন একই গ্রুপে কাশীপুর সরস্বতী ক্লাব ২-১ গোলে হারাল বেহালা ইয়ুথ অ‍্যাসোসিয়েশনকে। ব‍্যাতোর স্পোর্টিং ক্লাব ১-০ গোলে হারায় গরলগাছা স্পোর্টিং ক্লাবকে। সোনালি শিবির অ‍্যাথলেটিক ক্লাব ১-০ গোলে হারাল অ‍্যালবার্টকে। বার্নপুর ইউনাইটেড ও ক‍্যালকাটা জিমখানা ম‍্যাচ ১-১ গোলে শেষ হয়।

পঞ্চম ডিভিশনে রাখী সংঘ ৩-১ বেঙ্গল স্পোর্টিং ক্লাবকে হারায়। ক‍্যালকাটা ইউনিয়ন স্পোর্টিং ক্লাব ৩-১ গোলে হারায় ক‍্যালকাটা পার্সি ক্লাবকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here