সোমবার বেঙ্গল অলিম্পিক অ‍্যাসোসিয়েশনের শতবর্ষে অলিম্পিয়ানদের সংবর্ধনা

0

ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : ১৯২৩ সালে প্রতিষ্ঠা হয়েছিল বেঙ্গল অলিম্পিক অ‍্যাসোসিয়েশনের। আর এখন ২০২৩ সাল। অর্থাৎ বিওএ (বেঙ্গল অলিম্পিক অ‍্যাসোসিয়েশন) পা রেখেছে ১০০ বছরে। এই সংস্থার শতবর্ষকে মাথায় রেখেই আগামী সোমবার নেতাজি ইন্ডোরে বিশেষ অনুষ্ঠান করতে চলেছেন বিওএ কর্তারা। শনিবার কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবে সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দিলেন বিওএ সভাপতি স্বপন ব‍্যানার্জি।

স্বপন ব‍্যানার্জি জানান, “আগামী ২ অক্টোবর শতবর্ষ উপলক্ষে বাংলার অলিম্পিয়ান ও শেষ বারে গুজরাটে অনুষ্ঠিত ন‍্যাশন‍্যাল গেমসে পদক জয়ীদের সোমবার সংবর্ধনা জানাবে বিওএ। এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ক্রীড়ামন্ত্রী অরূপবিশ্বাস।
সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সচিব জহর দাস, কমল মৈত্র,রামানুজ মুখার্জি,রূপেশ কর,কমলেশ চ্যাটার্জি ও প্রবীর সাহা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here