ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন, ৪ অগস্ট : সোনা জয়ের স্বপ্ন পূরণ হল না। ব্রোঞ্জ পদক জিতেই সন্তুষ্ট থাকতে হল অসমের মেয়ে লভলিনা বর্গহাইনকে৷ আজ, বক্সিংয়ের ৬৯ কেজি বিভাগের সেমিফাইনালে বিশ্ব চ্যাম্পিয়ন বক্সার তুরস্কের বুসেনাজ সুরমেনেইলের কাছে হেরে সোনার স্বপ্নভঙ্গ হল লভলিনার। এবারের টোকিও অলিম্পিকে এখনও পযর্ন্ত লভলিনা তৃতীয় ভারতীয়, যিনি মীরাবাঈ চানু ও পি ভি সিন্ধুর পর পদক জিতলেন।
এদিন প্রথম রাউন্ড থেকেই ভারতীয় বক্সার লভলিনার বিরুদ্ধে দুরন্ত শুরু করে শেষ করেন তুরস্কের বিশ্ব চ্যাম্পিয়ন বক্সার ৷ তিনটি রাউন্ডে একটিতেও দাগ কাটতে পারলেন না লভলিনা ৷ এই দুই বক্সার এর আগে কখনও সামনা সামনি হননি।
প্রসঙ্গত উল্লেখ্য, অসমের ২৩ বছরের লভলিনা দেশের তৃতীয় বক্সার হিসেবে অলিম্পিক থেকে পদক জিতলেন। অতীতে ২০০৮ সালে বিজেন্দর সিং ও ২০১২ সালে মেরি কম এই কৃতিত্ব অর্জন করে ছিলেন৷
মেয়ের পদক জয়ে খুশি লভলিনার বাবা তিকেন বর্গহাইন। তিনি বলেছেন,‘‘ লভলিনা ব্রোঞ্জ পদক পাওয়ায় আমি খুশি। সেমিফাইনালে হেরে যাওয়ায় ওর এখন মন খারাপ, কারণ ওর স্বপ্ন ছিল সোনা জয় করা। এবার সেটা হল না। ভবিষ্যতে নিশ্চয় আরও ভাল করবে।”