ইনসাইড স্পোর্টসের প্রতিবেদেন : ন্যাশনাল গেমসে সোনা জয় করার জন্য বাংলা দল ও আইএফএকে শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দীর্ঘ ১১ বছর পর ন্যাশনাল গেমসে সোনা জয় তাও আবার কেরলের মতো দলকে ৫-০ গোলে হারানোয় বাংলা দলের ফুটবলার,কোচ ও রাজ্য ফুটবলের নিয়ামক সংস্থা আইএফএকে শুভেচ্ছা বার্তা পাঠালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আজ, বূহস্পতিবার মুখ্যমন্ত্রী শুভেচ্ছা বার্তায় লিগেছেন,”জাতীয় গেমসের ফাইনালে কেরলকে বিপুল ব্যবধানে পরাজিত করে সোনা জেতার জন্য বাংলার পুরুষ ফুটবল দলকে আমার অভিনন্দন। এই অসাধারণ সাফল্যের জন্য দলের ফুটবলার,কোচ, কর্মকর্তা ও নিয়ামক সংস্থার সদস্যদের আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমি আশাবাদী, আগামী দিনে এই রকম আরও অনেক অনেক সাফল্যের মুহূর্ত বাংলার ক্রীড়াপ্রেমী মানুষকে আপনারা উপহার দেবেন।”
একই সঙ্গে বাংলা দল ও আইএফএকে দীপাবলির আগাম শুভেচ্ছাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন শুভেচ্ছা বার্তার সঙ্গে আইএফএতে মিষ্টিও পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী।
প্রসঙ্গত উল্লেখ্য, আগামীকাল (শুক্রবার) কলকাতা শহরে ফিরছে সোনা জয়ী বাংলা ফুটবল দল। শহরের ফেরার পর আইএফএ-এর পক্ষ থেকে বাংলা দলকে সংবর্ধনা জানাবে। এদিকে, ফাইনাল ম্যাচে হ্যাটট্রিক করা নরহরি শ্রেষ্ঠার কাছে আই লিগ খেলা দুটি ক্লাব প্রস্তাব দিয়েছে। নরহরি কলকাতায় ফিরে সিদ্ধান্ত নেবেন বলে জানা গিয়েছে।