ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : রিয়াল ভায়াদলিকে ২-১ গোলে হারিয়ে স্পেনের লা লিগা খেতাব ঘরে তুলল আটলেটিকা মাদ্রিদ। দীর্ঘ সাত বছর পর লা লিগা জিতল সুয়ারেজদের আটলেটিকা।
শনিবার ছিল লা লিগার দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ। লিগ খেতাব জেতার দৌড়ে ছিল মাদ্রিদের দুই ক্লাব- রিয়াল মাদ্রিদ ও আটলেটিকো। এদিন আটলেটিকা ড্র করলে বা হারলে আর পাশাপাশি জিনেদিন জিদানের দল জিতলে খেতাব যেত জিনেদিন রিয়ালের ঘরে। রিয়াল জিতলেও আতলেতিকোকে ছুঁতে পারেনি। ৩৮ ম্যাচে ৮৬ পয়েন্ট নিয়ে লিগ জিতল আটলেটিকা। দু’পয়েন্ট এগিয়ে থেকে শেষ করল আটলেটিকা। ৭৯ পয়েন্ট নিয়ে এবারের লা লিগায় তৃতীয় হল বার্সেলোনা।
টানটান উত্তেজনার ম্যাচে প্রথমেই গোল করে আটলেটিকাকে চাপে ফেলে দেয় প্রতিপক্ষ রিয়াল ভায়াদলিদ। প্ররথমার্ধেই ১ -০ গোলে এগিয়ে যায় রিয়ার ভায়াদলিদ। কিন্তু এই গোল বেশিক্ষন ধরে রাখতে পারেনি। ৫৭ মিনিটে সমতা ফেরান আঙ্খেল কোরিয়া। সমতা ফেরার ১০ মিনিট পরেই আটলটিকাকে ২-১ গোলে এগিয়ে দেন লুই সুয়ারেস। ম্যাচের দখল আর নিতে পারেনি ভায়াদলিদ। ফলে সুয়ারেজের জয়সূচক গোলে ম্যাচ জেতা এবং লিগ খেতাব ঘরে তুলল আটলেটিকা মাদ্রিদ।
একই দিনে বার্সেলোনা ১-০ গোলে জিতল। এই ম্যাচে লিওনেল মেসি খেলেননি।