সুহেলের হ‍্যাটট্রিক,মোহনবাগানের ফের ৫ গোলে জয়

0

ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : দুরন্ত ছন্দে মোহনবাগান। লিগের শুরু থেকেই দুরন্ত ফুটবল খেলছে বাস্তব রায়ের ছেলেরা। সেই পাসিং ফুটবলে বিপক্ষকে কোনঠাসা করে জিতেই চলেছে মোহনবাগান। রবিবার তিন বছর পর নিজেদের মাঠে খেলতে নেমে ডালহৌসিকে ৫-২ গোলে হারাল মোহনবাগান। এখনও পযর্ন্ত তিনটি ম‍্যাচ খেলে ১৩ টি গোল করেছে। গোল খেয়েছে ৪ টি।

এদিন ম‍্যাচের শুরুর অনেক আগে থেকেই সবুজ-মেরুন সদস‍্য-সমর্থকদের ভিড়। ক্লাবের একাধিক ফ‍্যানস ক্লাবের সদস‍্যরা পতাকা নিয়ে মোহনবাগান মাঠে হাজির। সব মিলিয়ে বাগানে সবুজ-মেরুন সমর্থকদের জনজোয়ার। হুইল চেয়ারে বসে পুরো ম‍্যাচ দেখলেন টুটু বসুও।

এদিন ম‍্যাচের ২৬ মিনিটে প্রথম গোল করে মোহনবাগানকে ১-০ গোলে এগিয়ে দেন সুহেল আহমেদ বাট। ৪৩ মিনিটে ফের গোল করেন সুহেল (২-০)। দ্বিতীয়ার্ধের শুরুতে পেনাল্টি থেকে গোল করে হ‍্যাটট্রিক করেন কাশ্মীরের ছেলে সুহেল।

এই ম‍্যাচে মোহনবাগানের হয়ে জোড়া গোল করেন ফারদিন আলি মোল্লা। ডালহৌসি পাঁচ গোল খেলেও দুটি গোল করেছে। ডালহৌসির হয়ে গোল করে ব‍্যবধান কমান শিবা হরি ও আভাস কুন্ডু। মোহনবাগান গোল করছে ঠিকই তবে গোলও খাচ্ছে। এটাই ভাবাচ্ছে কোচ বাস্তব রায়কে।

ম‍্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে মোহনবাগান কোচ বাস্তব রায় বলছিলেন,”সব ম‍্যাচে আমরা পাঁচ গোল দিতে পারবো না। তখন কিন্তু এই গোল খাওয়ার বদ অভ‍্যাসে মাসুল গুনতে হবে। এই গোল খাওয়াটা নিয়ে আমাদের ভাবার সময় এসেছে।” এদিন হ‍্যাটট্রিক করায় ম‍্যাচের সেরা নির্বাচিত হয়েছেন সুহেল আহমেদ বাট। তাঁকে পুরস্কৃত করেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here